ওটিটি প্ল্যাটফর্মের দুনিয়ায় কিয়া,আসছে জমেজাক টিভি

২০২০ সালটা ছিল ওটিটি প্ল্যাটফর্মের জন্য রমরমা। গোটা দেশে যখন লকডাউন, তখন বাড়িতে বসে ওয়েব সিরিজে ডুবেছে দর্শক। করোনাভাইরাসের সংক্রমণের আতঙ্কে নিতান্তই জরুরি প্রয়োজনে দোকান-বাজার , ওয়ার্ক ফ্রম হোম করা ছাড়া বাড়ির বাইরে পা ফেলার উপায় ছিল না। আর এসবের মধ্যে বিনোদনের স্বাদ দিতে অবাধ জায়গা করে নেয় বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম। এই রেশ আজও অব্যাহত। এই ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরে কারোর হাতেখড়ি প্রযোজনায় কেউ বা নির্দেশনার আসনে দিব্যি শান দিয়েছেন। আর ঠিক তেমনি এবার ওটিটি-র তালিকায় নাম লেখালেন স্বনামধন্য মডেল ও অভিনেত্রী কিয়া দেবদাস। খুব শিগগিরই তিনি লঞ্চ করতে চলেছেন তার ওটিটি প্ল্যাটফর্ম জামেজাক টিভি। কারণ হিসেবে কিয়া জানান, তার এমন ভাবনাচিন্তা আসে লকডাউনের সময়। তিনি যখন দেখেন যে সমস্ত প্রেক্ষাগৃহ একের পর এক বন্ধের পথে এবং সিনেমার রিলিজের মুক্তিও পিছিয়ে যাচ্ছে তখনই তিনি অনুভব করেছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য তার কিছু করা প্রয়োজন। আর তার ফলস্বরূপ এই ওটিটি প্ল্যাটফর্ম। চলতি বছর অর্থাৎ ২০২১-এর ৫ই মার্চ লঞ্চ হতে চলেছে এটি।


তিনি আরও জানান, এই ওটিটি প্ল্যাটফর্মে দর্শকের জন্য থাকছে অন্যান্য বাংলা সিনেমা ছাড়াও তাদের নিজস্ব সিনেমা। এরজন্য ইতিমধ্যে তিনি একটি ওয়েব সিরিজ বারবনিতা ছবির শ্যুটিং-ও শুরু করেছেন। যেখানে কিয়াকে অনেক সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। ছবির বিষয়বস্তু প্রাপ্তবয়স্কদের জন্য হলেও,এর গল্পটি বেশ আকর্ষণীয় হবে বলে আশাবাদী অভিনেত্রী।