বিগ নিউজ বঙ্গ গৌরব সন্মান আগামী ১৩ই জুলাই
বাংলার মাটি সংস্কৃতি, সৃজনশীলতা গঠনমূলক কর্মের মাটি, এই বাংলায় বহু গুণীজন তাঁদের কর্মদক্ষতা, সফলতায় রাজ্য ছাড়িয়ে দেশের এবং বহি দেশেও স্বীকৃতি লাভ করেছেন,সেই সফল ও যোগ্যতম ব্যক্তিদের শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বিগ নিউজ সোশ্যাল মিডিয়া আগামী ১৩ই জুলাই ভবানীপুরের সরলা মেমোরিয়াল হলে বিকেল ৫ টায় আয়োজন করতে চলেছে “বিগ নিউজ বাংলা গৌরব সন্মান’২৪”. প্রথমবারের এই সন্মান প্রদানে আমরা বিগ নিউজ সমাজের সাংস্কৃতিক, উদ্যোগপতি, সমাজসেবী, আলোকচিত্রী, চিকিৎসক, সংগীত পরিচালক, সংগীত শিল্পী, চলচিত্র পরিচালক এবং শিক্ষাবিদ সহ বিভিন্ন ক্ষেত্রের সফল ও যোগ্য ব্যক্তিত্বদের হাতে অর্পণ করতে চলেছি।
অনুষ্ঠানের আহবাহক দেবরাজ দে জানান যে
অভিনেত্রী দেবশ্রী রায়, অভিনেতা জয় ব্যানার্জী সহ আরো অনেকের উপস্থিতিতে সম্মান প্রদানের সঙ্গে থাকছে সংগীত শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায়ের গান এবং বাংলার ট্র্যাডিশনাল ফ্যাশন শো।