আয়ুর্বেদাচার্য দেবব্রত সেন জন্মদিনে মিলিত হলেন সাংবাদিকদের সঙ্গে

Spread the love

চিরতরুণ আয়ুর্বেদাচার্য দেবব্রত সেন সম্প্রতি রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজের তরফ থেকে অপরাজিত দেবব্রত সম্মান লাভ করেছেন। ১৭ জানুয়ারি বৃহস্পতিবার ছিল তাঁর আয়ুর্বেদিক সংস্থার প্রতিষ্ঠা দিবস এবং নিজের জন্মদিন। এই উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে দক্ষিণ কোলকাতার দেশপ্রিয় পার্ক সংলগ্ন একটি ক্লাবে এইদিন বিকেলে মিলিত হলেন।অনুষ্ঠানে হাজির ছিলেন বিনোদন জগতের তিন ব্যক্তিত্ব সায়ন্তনী গুহ ঠাকুরতা ও সুদীপ্তা বন্দোপাধ্যায়।সঞ্চালিকা মৌ জানালেন, দিনটি পরম্পরা দিবস হলেও স্বয়ং দেবব্রত সেনেরও জন্মদিন। কেক কেটে অনুষ্ঠানের সূচনা হলো ভার্চুয়াল প্রযুক্তিতে দেবব্রত সেনকে শুভেচ্ছা জানান অভিনেতা যশ, নুসরত, সোহিনী সরকার প্রমুখ।

দেবব্রত সেন জানান, আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে তাঁদের তিন পুরুষের চর্চা। তিনি নিজে আয়ুর্বেদ প্রথাগত শিক্ষা সমাপ্ত করে ভেষজ ওষুধ বিপণন ক্ষেত্রে পদার্পণ করেছিলেন। আজ বাংলা ছাড়িয়ে উত্তরপূর্ব ভারত সহ দেশের বহু রাজ্যে তাঁর পরম্পরা আয়ুর্বেদের ওষুধ ও সৌন্দর্য পণ্য ব্যবহার করে উপকৃত হচ্ছেন। তিনি আরও বলেন আজকাল প্রথাগত চিকিৎসায় হতাশ হয়ে মানুষ যত আয়ুর্বেদিক চিকিৎসায় আস্থা রাখতে শুরু করেছেন, তত বাজারে প্রথাগত চিকিৎসার অধিকারহীন কিছু পুরুষ ও মহিলা কিছু পণ্য নিয়ে আয়ুর্বেদিক ছাপ মেরে ব্যবসা করছেন। মানুষকে সচেতন হয়ে বেছে নিতে হবে তাঁরা এই ছদ্ম আয়ুর্বেদ দাবি করা মানুষদের খপ্পরে পড়বেন না স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করে আসা আয়ুর্বেদ চিকিৎসকের প্রতি আস্থা রাখবেন।

Author