ফের বড় পর্দায় পরিচালক নারায়ণ রায় !

Spread the love

সিনেমাপ্রেমীদের জন্য দারুণ খবর। দীর্ঘ বিরতির পর ফের পরিচালকের আসনে খ্যাতনামা পরিচালক নারায়ণ রায়। সিনেমার নাম ‘ক্রিমিনাল নেভার বর্ন’। মানুষ কি অপরাধী হয়ে জন্মায় নাকি সমাজ তাদের এমন করে ! এমনি বিষয় নিয়ে আবর্তিত হবে এই সিনেমার গল্প। অভিনয় করেছেন সোমা চক্রবর্তী, সায়ক, সহেলী,মৃত্যুন হাজরা, লোকনাথ, রূপসা ভট্টাচার্য, অনুপ্রিয়, উন্মেষ, সুরঞ্জনা, সমীর আলী এবং সৌমেন দত্ত প্রমুখ। শুধুমাত্র পরিচালনার দায়িত্বভার নয়, খলচরিত্রে অভিনয় করেছেন পরিচালক স্বয়ং।

এক সময় ‘সন্ত্রাস’, ‘বাঙালীবাবু’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা ‘,’বেশ করেছি প্রেম করেছি ‘,’ গোলমাল‘-এর মত অজস্র তাবড় তাবড় ছবি দর্শকদের উপহার দিয়ে রীতিমত পর্দা কাঁপিয়েছেন এই দুঁদে পরিচালক। অভিনেতা মিঠুন চক্রবর্তী’র সঙ্গে জুটি বেঁধেছেন বহু সিনেমায়। আজও দর্শক মহলে এই পরিচালক – অভিনেতার জুটি অন্যতম হিট জুটি হিসাবে পরিচিত। প্রসঙ্গত, বাংলা সিনেমায় আবার নারায়ণ রায়ের প্রত্যাবর্তন, সেই গুঞ্জন বেশ কিছু দিন ধরে ঘুরছিল টলিউডের অন্দরে।

এবার সমস্ত জল্পনার অবসান ঘটালেন পরিচালক নিজে। বলা ভালো ‘ক্রিমিনাল নেভার বর্ন ‘ তাঁর কামব্যাক সিনেমা। এ প্রসঙ্গে নারায়ণ রায় জানান,” অনেকদিন ধরে সিনেমা করার প্ল্যান ছিল কিন্তু কিছু না কিছু কারণে তা সম্ভব হয়নি। সিনেমা বানানো আমার প্যাশন। আমি বরাবরই চেষ্টা করেছি দর্শকদের ভালো সিনেমা উপহার দিতে। এই টিমের সাথে কাজ করে ভালো লেগেছে তাই আমার কামব্যাক করার এটাই ভালো সময়।” ইতিমধ্যে সিনেমার শ্যুটিং এবং ডাবিং সম্পন্ন। খুব শীঘ্রই মুক্তি পাবে বড়পর্দায়।

Author