Aas ফ্যাশন ইভেন্ট

Spread the love

Aas ফ্যাশন ইভেন্ট অনুষ্ঠিত হলো সম্প্রতি কান্দোলিম গোয়াতে।। কলকাতার বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রাইকিশোরী কালেকশন এর কর্ণধার শ্যামসুন্দর বসু তার ওয়েস্টার্ন কালেকশন লঞ্চ করলেন এই ফ্যাশন শোতে। এই ফ্যাশন শোতে হাঁটলেন কলকাতার দুই বঙ্গ তানায়া এ্যাগনেস সনিয়া রামানি ও সোনালী রয়।। বাংলার বেনারসি শাড়িতে র‌্যাম্প মাতালেন এ্যাগনেস সনিয়া রামাণী কলকাতার বঙ্গসুন্দরী।
শ্যামসুন্দর বসু জানিয়েছেন এটি তার দ্বিতীয় বার ফ্যাশন ইভেন্ট অনুষ্ঠিত হলো গোয়াতে। এর আগে তিনি বেঙ্গল কালচারকে তুলে ধরেছিলেন গোয়ার সমুদ্র সৈকতের ধারে। এবারে নিজের প্রাশ্চাত্যে পোশাকের সাথে বাঙালি শাড়িতে আভিজাত্যকে তুলে ধরলেন গোয়াতে।।

Author