গোবরডাঙা নাবিক নাট্টম পালন করলো নেতাজি জন্মজয়ন্তী

Spread the love



ইন্দ্রজিৎ আইচ

গোবরডাঙ্গার এক প্রাচীন নাট্য দল। গত ২৩ জানুয়ারি গোবরডাঙ্গা নাবিক নাট্যম পালন করলো নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৯ তম জন্মজয়ন্তী। ১৯৭৭ থেকে ২০২৫ গোবারডাঙ্গা নাবিক নাট্যম পালন করে আসছে এই দিনটি। ২৩ শে জানুয়ারি বৃহস্পতিবার বিগত বছরের মতই এ বছরও তারা বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালন করলো এই দিনটি। নাবিক নাট্যমের মহলা কক্ষের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিনটি। পতাকা উত্তোলন করেন দলের সহ সভাপতি চিন্ময় চক্রবর্তী। উপস্থিত ছিলেন দলের নাট্য গুরু জীবন অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন দলের প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ কুমার সাহা। দলের শিশু কিশোর বিভাগের থেকে উপস্থিত ছিল রাজেশ, বর্ষা , নীল , ঋজু, রুমকি, পাপিয়া, রনি, ঐশানি, ইপ্সিতা, শুভ । নেতাজীর ছবিতে মাল্য দান করেন নাট্য গুরু জীবন অধিকারী। এরপর দলের সকলে নেতাজীর ছবিতে পুষ্প অর্পণ করে। পুষ্প অর্পণ করার পর সকলে সমবেত হয়ে জাতীয় সংগীত পরিবেশন করে। জীবন অধিকারী ও চিন্ময় চক্রবর্তী তাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সম্পাদক অনিল কুমার মুখার্জী ও সভাপতি শ্রাবনী সাহা জানান আগামী দিনে তারা এই দিনটিতে আরো নতুন কিছু সংযোজন করবেন। দলের বাকি সদস্য ও সদস্যার মধ্যে অশোক বিশ্বাস, রাখী বিশ্বাস, শর্মিষ্ঠা সাধুখা, সুব্রত কর্মকার এবং অবিন দত্ত উপস্থিত ছিলেন এই বিশেষ দিনে।শিশু কিশোর বিভাগের ছাত্র ছাত্রীদের নাচ গান ও কবিতা আবৃত্তি মাধ্যমে শেষ হয় দিনটি।

Author