বর্ষ বরণ রাত
নিউজ ডেস্ক, কলকাতা, ডিসেম্বর ২০২১ : কলকাতা তথা ভারত বর্ষের সব জায়গায় বর্ষ বরণ রাত পালিত হলো। বারাসতের দ্যা লারিকা টাউনশিপ সোশ্যাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন তার ব্যাতিক্রম নয়। প্রত্যেক বছরের ন্যায় এবছরেও তাদের বর্ষবরণ উৎসব পালিত হলো কিন্তু সেটা একটু ভিন্নরূপে।। এবছর তাদের এই বর্ষবরণ উৎসবে উপস্থিত ছিলেন ৬০এর পরের বাংলা ছবির অভিনেতা অমিত শেঠি, ডিরেক্টর শৌভিক দে এবং পরিচালক মিনা শেঠি মণ্ডল।। তারা তাদের ছবির প্রমোশনের সাথে সাথে বর্ষবরণ উৎসবে মেতে উঠলেন সমগ্র লারিকা টাউনশিপের অধিবাসীবৃন্দদের সাথে।।
এই অভিনব বর্ষবরণ উৎসবে উপস্থিত ছিলেন ৬০ এর পরের অভিনেতা অমিত শেঠি, ডিরেক্টর শৌভিক দে, পরিচালক মিনা শেঠি মণ্ডল এছাড়া ছিলেন লারিকা টাউনশিপ সোশ্যাল ওয়লফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুব্রত দত্ত, ভায়েস প্রেসিডেন্ট শুভংকর ঘোষ,সেক্রেটারি অর্পণ দাস, এসিস্ট্যান্ট সেক্রেটারি অর্পণ চ্যাটার্জী, ট্রেজারার প্রিয়াঙ্কা ভট্টাচার্য্য, মিঠুন চক্রবর্তী সহ লারিকা সোসাইটির সমগ্র অধিবাসী বৃন্দ। এই সব মিলে মিশে এই বর্ষ বরণ উৎসব লারিকা টাউনশিপে হয়ে ওঠে অভূতপূর্ব ।।