স্বপ্নার বাগান প্রিমিয়ার লীগ

Spread the love

নিউজ ডেস্ক, কলকাতা, ২০২২ : স্বপ্নার বাগান ক্লাবের উদ্যোগে স্বপ্নার বাগান প্রিমিয়ার লিগের ৬০-৪০ ক্রিকেট টুর্নামেন্টের ২০২২ এর প্লেয়ার অকশন(Auction) অনুষ্ঠিত হয়ে গেল সুকান্ত উদ্যানে। প্রত্যেক বছরের মতো এ বছরও প্লেয়ার অকশন ঘিরে দেখা গেল টানটান উত্তেজনা। ৬ বছরে পদার্পণ করল এই টুর্নামেন্ট। মোট আটটা টিমের এই খেলা যা অনুষ্ঠিত হবে ২৩ শে জানুয়ারি। এই টুর্নামেন্টে ৪০ বছর বয়সের এবং তার থেকে বেশি বয়সের প্লেয়ার রায় অংশগ্রহণ করতে পারবেন।এ বছরে ৬৮ বছরের প্লেয়ার অংশগ্রহণ করছেন এই টুর্ণামেন্টে। এই টুর্নামেন্টের প্রত্যেকটা টিমে ৯জন করে প্লেয়ার থাকবেন আর ৭ওভার করে প্রত্যেকটা ম্যাচ হবে। এই টুর্নামেন্টটা সুকান্ত উদ্যানে অনুষ্ঠিত হবে।

আজকের এই অকসন(Auction) আইপিএল এর মতই অনুষ্ঠিত হলো।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রিকেট প্লেয়ার সম্বরণ ব্যানার্জি, শ্রীমতি কৃষ্ণা সেনগুপ্ত প্রেসিডেন্ট স্বপ্নার বাগান স্পোর্টিং ক্লাব,শ্রী অনিন্দ্য সেনগুপ্ত ফাউন্ডার এবং চেয়ারম্যান এস বি পি এল ৬০-৪০ ক্রিকেট টুর্নামেন্ট,অভিনেত্রী শ্রেয়া পান্ডে এছাড়াও অনেক বিশিষ্ট ব্যক্তিরা।

Author