দ্যা উইনার ইজ এ ড্রিমার


সম্প্রতি “দ্যা উইনার ইজ এ ড্রিমার” ডক্টর জয়ন্ত ঘোষের বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবজিৎ বন্দোপাধ্যায়,দেবশঙ্কর হালদার, সতীনাথ মুখোপাধ্যায় প্রমুখ।করোনা আবহে মানুষ যখন মানসিক ভাবে অনেকটাই বিপর্যস্ত এই বই ইতিবাচক ভূমিকা নিতে পারে বলে জানালেন লেখক স্বয়ং।