একক রবীন্দ্রসংগীতে আসর মাতালেন মৌমিতা পালিত এবং প্রকাশিত হলো রবীন্দ্র এলবাম “কোন অচিনপুরে”
–ইন্দ্রজিৎ আইচ
সম্প্রতি বাইপাস সিংহবাড়ি পূর্বলোক এর কাছে অডিও ভিজুয়াল থিয়েটার হলে একক রবীন্দ্রসংগীতে সকল রবীন্দ্র অনুরাগীদের মন জয় করে নিলেন রবীন্দ্রসংগীত শিল্পী মৌমিতা পালিত। তিনি সেদিন শুরু করেন ও পিতা নোহাসি দিয়ে, এরপর আজি এ আনন্দসন্ধ্যা, সুন্দর হৃদিরঞ্জন তুমি, শক্তিরূপ হেরো তার, পুরানো জানিয়ে চেয়োনা, জানি জানি কোন আদিকাল, সে কোন পাগল যায়, নয়ন ভাসিল জলে, আমার খেলা যখন, ওদের সাথে মেলাও, দূরে কোথায় দূরে দূরে দিয়ে শেষ করেন রবি ঠাকুরের সব অসাধারণ সব গান। শিল্পী মৌমিতা পালিতের চমৎকার কন্ঠশৈলী, তার সংগীত পরিবেশনা সকল শ্রোতাদের মুগ্ধ করে। তাকে তবলায়, কি বোর্ডে এবং এস রাজে সঙ্গত করেন স্বাগতম দাস, দেবাশীষ সাহা ও নন্দন দাশগুপ্ত। শিল্পী মৌমিতা পালিতের গানের সাথে মধুমিতা বসুর কবিতা পাঠ এক কথায় অনবদ্য লেগেছে।
এদিন স্টুডিও পিয়ানি সিমো কোম্পানি থেকে প্রকাশিত হয় সংগীত শিল্পী মৌমিতা পালিতের প্রথম রবীন্দ্র সংগীতের এলবাম
“কোন অচিনপুরে”। সিডিটি প্রকাশ করেন প্রয়াত রবীন্দ্রসংগীত শিল্পী সুবিনয় রায়ের ছেলে বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী সুরঞ্জন রায়, হিন্দুস্তানী ক্লাসিকাল শিল্পী পণ্ডিত শান্তনু বন্দ্যোপাধ্যায়, দক্ষিণী র প্রধান ও রবীন্দ্রসংগীত শিল্পী দেবাশীষ রায় চৌধুরী, আবৃত্তিকার মধুমিতা বসু, স্টুডিও পিয়ানি সিমো র কর্ণধার দেবাশীষ সাহা। সকলেই এক বাক্যে স্বীকার করেন বহুদিন বাদে এই রকম সিডি আকারে রবীন্দ্রসংগীত এর এলবাম প্রকাশিত হলো। মোমিতার গানের ভূয়সী প্রশংসা করেন সকলে।
“কোন অচিনপুরে” এই সিডিতে মৌমিতা গেয়েছেন ১২ টি গান। সংগীতায়জন করেছেন দেবাশীষ সাহা।এইদিন শিল্পী মৌমিতা সিডির বেশকিছু গান মঞ্চে পরিবেশন করেন। মৌমিতা ক্লাসিক্যাল শিখেছেন আগ্রা ঘরানার পন্ডিত যসপাল, সুবোধ পরদকার ও প্রয়াত পন্ডিত নাথ নিরলকর এর কাছে। রবীন্দ্রসংগীত শিখেছেন ড চিত্রলেখা চৌধুরীর কাছে। বর্তমানে ক্লাসিক্যাল ও রবীন্দ্রসংগীতে তালিম নিচ্ছেন পন্ডিত শান্তনু বন্দ্যোপাধ্যায় ও বিশিষ্ট রবীন্দ্রসসঙ্গীত শিল্পী সুরঞ্জন রায় এর কাছে। সঞ্চালনায় ছিলেন মধুমিতা বসু। ঘরোয়া পরিবেশে এদিনের সমগ্র অনুষ্ঠান টি এক কথায় সুন্দর এবং সার্থক হয়ে ওঠে।