খরদহ তৃণমূল যুব কংগ্রেসের ইফতারি পার্টি

Spread the love

রমজান মাস চলছে । রমজান মাস উপলক্ষে খরদহ তৃণমূল ব্লক যুব কংগ্রেসের সভাপতি প্রবীর রাজবংশীর উদ্যোগে ১৮০ জন মুসলীম ভাই- বোনকে ইফতারি পণ্য সামগ্রী তুলেদেন খরদহ ঘোষপাড়া অবস্থিত তারা মায়ের মন্দিরে। মৈত্রির বন্ধনে, সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনের বার্তা দিতেই এই আয়েজন বলে জানান প্রবীর রাজবংশী।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা সাংসদ সৌগত রায়,পানিহাটি পৌরসভার উপ পৌরপ্রধান সুভাষ চক্রবর্তী, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায় এবং খড়দহ তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী নন্দিতা সিনহা সহ প্রচুর মানুষ।

Author