একটি নতুন লিফ্ট নির্মিত হলো

Spread the love

বড়িশা রামকৃষ্ণ মঠের বৃদ্ধাবাসে লাইফ ইনসিওরেন্স করপোরেশন অফ্ ইন্ডিয়ার গোল্ডেন জুবিলি ফাউন্ডেশনের সাহচর্যে একটি নতুন লিফ্ট নির্মিত হলো। 11ই জানুয়ারি 2023 এল আই সির ইস্টার্ন জোনের জোনাল ম্যানেজার শ্রী অজয় কুমার, মঠের অধ্যক্ষ স্বামী পূর্ণ ব্রহ্মানন্দ মহারাজ ও বৃদ্ধাবাসের আবাসিকগণের উপস্থিতিতে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে লিফটটির দারোদ্ঘাটিত হয়। উপস্থিত ছিলেন মঠের স্বামী স্বাগতানন্দ মহারাজ, স্বামী সুধাত্মানন্দ মহারাজ, স্বামী পূর্ণ ব্রহ্ম মহারাজ এবং এল আই সি ইস্টার্ন জোনের মার্কেটিং কর্ণধার শ্রী ত্রিভুবন অধিকারী, করপোরেট কমিউনিকেশনের শ্রী মানস রঞ্জন সাহু ও কলকাতা মেট্রোপলিটন ডিভিশন-2 এর ডিভিশনাল ম্যানেজার শ্রী ডি কে পাধি সহ অন্যান্য আধিকারিক ও মঠের শুভানুধ্যায়ী সুধীজন বর্গ।

Author