নবনিযুক্ত ডি আর এম ( শিয়ালদহ ডিভিশন) দীপক নিগমের সঙ্গে বি আর এম জি এস ইউ র মালগোদামে হেল্পডেক্সের ব্যাপারে গুরুত্বপূর্ণ বৈঠক
আজ ভারতীয় রেলওয়ে মাল গোদাম শ্রমিক ইউনিয়নের ( বি আর এম জি এস ইউ) সর্বভারতীয় সহ -সভাপতি ও ডি আর ইউ সি সি মেম্বার শ্রী ইন্দুশেখর চক্রবর্তী ও কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী পার্থ সারথি ঘোষ এর সঙ্গে শিয়ালদহ ডিভিশন এর নবনিযুক্ত ডি আর এম শ্রী দীপক নিগমের রেলের মালগোদামে হেল্পডেক্স বসানোর ব্যাপারে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। রেলের মালগোদামের শ্রমিক দের ব্রিটিশ শাসন কাল থেকে বঞ্চনার কথা এবং তাদের এই দূরাবস্থার অবসানের জন্য ইউনিয়নের পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। মাননীয় ডি আর এম ওনার ডিভিশনের সব মাল গোদাম শ্রমিক দের ডেটা কালেকশন ও অন্যান্য সকল বিষয়ে ওনার যথা সম্ভব সহযোগিতার আশ্বাস দেন এবং যে সব গুডসেডে পানীয় জল,সৌচালয় ও বিশ্রামাগার এখন ও হয়নি সেখানে অতি শীঘ্র কার্যকর করার আশ্বাস দেনএবং ইউনিয়নের এই আন্দোলনের পাশে থাকার অঙ্গীকার করেন।