অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়নের শিয়ালদা ইউনিটের পক্ষে বস্ত্র বিতরণ
শারদীয় দুর্গোৎসবের চতুর্থীর দিনে শিয়ালদা স্টেশন চত্বরে অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়ন শিয়ালদা ইউনিটের পক্ষ থেকে ৪০০০ হাজার গরীব অসহায় মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। ১৫ বছর ধরে বস্ত্র বিতরণ করে আসছেন অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়নের শিয়ালদা শাখার জেনারেল সেক্রেটারি বাপি ঘোষ। আজকে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে উত্তর কলকাতার ডিস্ট্রিক্ট আই.
এন.টি.টি.ইউ.সি(INTTUC) মূলত গরিব অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর দাবিতে শাড়ি, ছোটদের জামাকাপড়, ধুতি, লুঙ্গি দান করা হয় শিয়ালদা স্টেশনের চত্বরে থাকা অসহায় গরিবদের জন্য।