সাবেকিয়ানা পুজোর ছন্দে ব্যারাকপুরের ১৬ নম্বর গেট অধিবাসীবৃন্দ
কলকাতা : ব্যারাকপুরের ১৬ নম্বর গেট অধিবাসীবৃন্দের দুর্গাপুজো এবছর ৩৯ বর্ষে পদার্পন করল। পুজোর এই কটাদিন সাবেকিয়ানার মাধ্যমে চলে মায়ের আরাধনা। এখানে এক অভিনব শোভা এনে দেয় একচালার দেবী প্রতিমা। আর এই সবকিছুর আয়োজনের উদ্যোগে রয়েছেন শ্রী প্রসেনজিৎ নাগ (সেক্রেটারি), শ্রী শঙ্কর নাগ (সভাপতি) সহ অন্যান্যরা।