তিনি পৌঁছে যান নিমতলা শ্মশানের পাশের রেল বস্তিতে
ডিজিটাল ডেস্ক:- রাজ্য জুড়ে সবাই দুর্গা পূজা নিয়ে আনন্দ করছে। ঠাকুর দেখা খাওয়া প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা এইসব নিয়ে ব্যস্ত। কিন্তু এদের মধ্যেও বেশ কিছু মানুষ আছে যারা এই সব থেকে অনেক দূরে হয়তো ইচ্ছে আছে কিন্তু উপায় নেই কারণ দুবেলা দুমুঠো খাওয়ার জোগাড় করতেই দিন চলে যায়।আর তাদের কাছেই পৌঁছে যায় বেশ কিছু মানুষ তাদের যারা এই সব থেকে একটু দূরে গিয়ে আনন্দের মুহূর্ত গুলো ভাগ করে নেওয়ার জন্য। সেই রকমি এক ব্যক্তি অভিনেত্রী মধুমিতা সরকার। প্রত্যেক বারের মত এবারও অষ্টমীর দিন সবাই যখন মায়ের আরাধনায় ব্যস্ত ঠিক সেই সময় তিনি পৌঁছে যান নিমতলা শ্মশানের পাশের রেল বস্তিতে। সেখানে বসবাসকারী কিছু মানুষের মুখে হাসি ফোটাতে। হয়তো অনেক কিছু করতে পারেননি তাও তিনি চেষ্টা করেছেন সামান্য কিছু উপহার দিয়ে এবং কিছু খাদ্য সামগ্রী তুলে দিয়ে তাদের সাথে সময় কাটাতে।। অভিনেত্রী মধুমিতা সরকার অষ্টমীর সকালটা প্রত্যেক বছরই এভাবেই কাটাতে ভালবাসেন। বস্তির ওই মানুষগুলোর হাসির মধ্যেই তিনি খুঁজে পান দুর্গাপুজোর আনন্দ।