সৃষ্টি সৃজন শৈলীতেই প্রাণবন্ত ‘বেহুলা’

“সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ” কাজী নজরুল ইসলামের এই গানের বাণী প্রতিফলন আবারও দেখা গেল গত ৬ই জানুয়ারী আগরপাড়ার বিবেকানন্দ হলের উপস্হিত সকলের মধ্যে। নানান সৃজনশীল নৃত্যের উপস্থাপনের মাঝেই নৃত্যপরিচালক মঞ্জুশা ঠাকুর তার ৩০বছরের সুদীর্ঘ অভিজ্ঞতা,ক্যালকাটা কয়ারের ডঃ শম্ভু ভট্টাচার্যের কাছে নৃত্যশিক্ষার বেশ কিছু ভাবনা যেন তুলে ধরার চেস্টা করেছেন এদিনের বিশেষ প্রযোজনা ‘বেহুলার’ মাধ্যমে।যদিও এর পরিচালনার সহযোগিতায় তার সুযোগ্যা কন্যা কোহিনূর সেন বরাটের সুযোগ্যা ছাত্রী সুতর্ষা ঠাকুরের ভূমিকা যথেষ্ট প্রশংসার দাবী রাখে। এক কথায় এদিনের অনুষ্ঠান টি গুরু কোহিনূর সেন বরাট ও শ্যামল মহারাজের উপস্হিতি তে গুরু সুজয় ঠাকুরের সমগ্র পরিচালনা টি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে সুজয় ঠাকুর ও সুব্রত ঠাকুরের ব্যবস্থাপনায়।