গোবরডাঙ্গা নাবিক নাট্যম উদযাপন করল রাখী বন্ধন উৎসব

Spread the love



ইন্দ্রজিৎ আইচ

গত 19/08/2024 গোবরডাঙ্গা নাবিক নাট্যম পালন করলো রাখী বন্ধন উৎসব। প্রতি বছরের মত এবারও তারা গোবরডাঙ্গা ভট্টাচার্য্য পাড়ার পোস্ট অফিস মোড়ে সকাল 8:30 মিনিট থেকে শুরু করে রাখী বন্ধন উৎসব। দলের শিশু কিশোর নাট্য কর্মশালার ছাত্র, ছাত্রীদের মধ্যে উপস্থিত হয়েছিল ঋজু, রাজেশ, রনি, রুমকি, পাপিয়া, ঈপ্সিতা, বর্ষা ছাড়াও আরো অনেকে। এই দিনে উপস্থিত ছিলেন দলের নাট্য গুরু জীবন অধিকারী, উপস্থিত ছিলেন অভিনেতা অবিন দত্ত, দলের সভাপতি শ্রাবনী সাহা, শর্মিষ্ঠা সধুখা, রাখী বিশ্বাস, প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ কুমার সাহা ও সোমনাথ রাহা। সকলের উপস্থিতিতে পথ চলতি বহু মানুষদের রাখী পরিয়ে দেন দলের সকলে মিলে। সমগ্র বিষয়টির পরিচালনার দায়িত্বে ছিলেন দলের শিল্পী সুব্রত কর্মকার। এরপর বিকাল বেলায় সকলে মিলে গোবরডাঙ্গা রেল স্টেশনের 2নং প্লাটফর্মের ট্রেন যাত্রী ও ব্যবসাদারদের রাখী পরানো হয় ও গোবরডাঙা নাট্য সমন্বয়ের রাখি বন্ধন অনুষ্ঠানে নাচ গান ও আবৃত্তি পরিবেশন করে । বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই দিনটি তারা বিগত বছরের মত এবারও পালন করলো।

Author

You may have missed