মুক্তি পেতে চলেছে পৌষালী ব্যানার্জীর নতুন গান ‘তুমি বিনা’

Spread the love

প্রধানত লোক গানের ক্ষেত্রে শুধুমাত্র বাংলা নয়, পৃথিবীব্যাপি বাঙালীর মধ্যে পৌষালীর গানে মুগ্ধতা ছড়িয়ে আছে । তবে এবার নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এমন এক গান নিয়ে আসছেন তিনি যে গানে একেবারে অন্য ঘরানার গানে ধরা দিতে চলেছেন তিনি । বছরের শুরুতেই পৌষালীর প্রতিশ্রুতি ছিল, নিজের ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে মানুষের কাছে লোকগানের বাইরে অন্য ধারার গান উপহার দেবেন শিল্পী, সেই মতোই ইতিমধ্যে ঈশান মিত্রের সঙ্গে জুটি বেঁধে প্রকাশ্যে এনেছিলেন গানের মিউজিক ভিডিও “তিন সত্যি করে বলছি, ভালবাসি তোমায়…” আর এবার তিনি নিয়ে আসতে চলেছেন সেমি ক্লাসিক্যাল ঘরানার উপর ভিত্তি করে তৈরী গান “তুমি বিনা”-র মিউজিক ভিডিও । আগামী ১৬ ই ডিসেম্বর এই গানের ভিডিও মুক্তি পাবে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে । গানটির সংগীত পরিচালক ও গীতিকার কৌস্তভ হাইত; গানের সঙ্গীত অনুসঙ্গ করেছেন রুদ্র ও মিক্সিং ও মাস্টারিং এর দায়িত্বে রয়েছেন ঈশান মিত্র । মিউজিক ভিডিওর পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিষেক আগরওয়াল । মিউজিক ভিডিওর বিষয়ে পৌষালী জানালেন, “আমি যে ধরণের গান সাধারণত মানুষের কাছে পরিবেশন করে থাকি, এই গান তার চেয়ে অনেক টা আলাদা । সেমি ক্লাসিক্যাল সুরের মধ্যে দিয়ে এই গানের চলন, লোকগানের বাইরে আমার ব্যক্তিগত ভাবে অন্য রকমের গান গাওয়ার ও শোনার একটা জগৎ আছে । এই গান আমার সেই জগতের প্রতি একটি শ্রদ্ধার্ঘ্য বলা যায় । আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম ভিন্ন ধরণের গান নিয়ে আসব, আমার অন্যগান সিরিজের দ্বিতীয় গান হতে চলেছে এই মিউজিক ভিডিও, আশা করি এই গান সকলের মন স্পর্শ করতে পারবে ।।”

Author