Spread the love

নারী তুমি কাঁদো; কাঁদতে শেখো শ্রাবণের কাছেধূয়ে মুছে সাফ করো সকল ঝঞ্জাল।নারী তুমি জাগো, জাগতে শেখো আগ্নেয়গিরির কাছে; লাভার ভীষণ স্রোতে জ্বালিয়ে দাওসকল অপমান।নারী তুমি ডাকো, ডাকতে শেখো ভোরের পাখিরকাছে; ভীষণ কলরবে জাগিয়ে দাওঘুমন্ত বিবেক।নারী তুমি হাঁটো, হাঁটতে শেখো কচ্ছপের কাছে ধীর পায়ে জীবন রেসে প্রথম হও।নারী অস্ত্র ধরো, ধরতে শেখো ফুলন দেবীর কাছেবুলেটে ঝাঁঝরা করো নরপিশাচের অন্তরধর্ষকমুক্ত করো সমাজ। নারী শেকল ছেঁড়ো,  ছিঁড়তে শেখো হরিণ শাবকের  কাছে; খাঁচার আগল খোলে বেরিয়ে আসোমুক্ত অরণ্যে।নারী ফুল হয়ো না, বোলতা হও হুল ফোঁটাওনরম পাজরে। নারী তুমি উলঙ্গ হলে লাল সবুজের পতাকায় ডেকে দিবো নগ্ন দেহ;চোখে জল আসলে মুছিয়ে দিবো মায়ের আঁচলেতবুও নারী তুমি বাঁচতে শেখো, বাঁচার মাতোহাঁটতে শেখো হাঁটার মতো, চলতে শিখো চলার মতো; বলতে শিখো বলার মতোজীবনের কঠিন বাঁকে তুমি মেরুদণ্ড সোজা রাখো।

Author