TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘পাহাড় গুহায় জয়ধ্বনি’। ৩ ডিসেম্বর, ২০২৩ রাত ১০ টায়
কলকাতা, ৩ ডিসেম্বর: ১২ নভেম্বর ২০২৩। ভোর ৫টা। গোটা দেশে উৎসবের মেজাজ। এক দিকে আলোর উৎসব, অন্য দিকে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে দৌড়চ্ছে ভারতের অশ্বমেধের ঘোড়া। গোটা দেশের নজর সেই দিকেই। উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় আর পাঁচটা দিনের মতোই ৪১ জন শ্রমিক গিয়েছিলেন পাথর কাটতে। আমি-আপনি যাতে সহজে চারধামে তীর্থযাত্রা করতে যেতে পারি সেই পথ তৈরি করতে। ওঁরা কি জানতেন সে দিন নেমে আসবে অন্ধকার? ওঁরা কি জানতেন গোটা দেশে যখন আলোর উৎসব তখন সুড়ঙ্গে অন্ধকারে বন্দি হয়ে পড়তে হবে তাঁদের! তার পর কেটেছে ১৭টা দিন। গোটা দেশ রুদ্ধশ্বাসে প্রার্থনা করেছে। যন্ত্র আর মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে। গ্রাউন্ড জিরো থেকে এই উদ্ধার কাজের প্রতিটা মুহূর্তের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। উত্তরকাশী থেকে আমরা সরাসরি দেখিয়েছি, এনডিআরএফ, এসডিআরএফ, সেনা সব মিলিয়ে ৬৫২ জনের চেষ্টায় গুহা থেকে কী ভাবে বের করে আনা হয়েছে আটকে পড়া ৪১ জনকে। শেষ পর্বে একটানা ২৭ ঘণ্টা পাথর কেটেছেন ১২ জন র্যাট হোল মাইনার। শেষ পর্যন্ত সবার মুখে জয়ের হাসি।
কিন্তু কেন ঘটল এমন দুর্ঘটনা? কী বলছেন বিশেষজ্ঞেরা? তুলনায় নবীন হিমালয়ে এমন দুর্ঘটনা এড়াতে কী কী ব্যবস্থা নেওয়া উচিত? জোশীমঠ, সিকিমের পরে কী শিক্ষা দিয়ে গেল উত্তরকাশী? এই সব প্রশ্নের উত্তর পেতেই দেখুন রবিবার রাত ১০ টার এক নম্বর অনুষ্ঠান TV9 বাংলা নিউজ সিরিজ। এই সপ্তাহে TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘পাহাড় গুহায় জয়ধ্বনি’। ৩ ডিসেম্বর, ২০২৩ রাত ১০ টায়।