সমীর মাঝির হিন্দী ছবি “জো হাল দিল কা”-মুক্তির অপেক্ষায়

Spread the love

রাজকুমার দাস

একটি গ্রামে একটি রিটায়ার্ড স্কুল টিচার তার ঘরে বিবাহযোগ্য শিক্ষিত মেয়ে রয়েছে মাস্টারমশাইয়ের দুশ্চিন্তা কিভাবে তার মেয়েকে বিয়ে দেবে গ্রামের প্রতিটি মানুষের কাছে সে তার মেয়ের বিয়ের কথা বলতে থাকে. কিন্তু তার মেয়ে মনে করে যে গ্রামে তার যোগ্য কোন ছেলে নেই . ওই গ্রামেই চার প্রানের বন্ধু স্কুল মাস্টারের মেয়েকে পছন্দ করে ফেলো এবং তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে মেয়েটাকে পাওয়ার জন্য বিভিন্ন মজার ঘটনা পরম্পরায় পরম্পরা ছবি সামনের দিকে এগিয়ে যায় গল্পের শেষে দেখানো হয় কার ভাগ্যে শিকে ছেঁড়ে তাই ছবিটির নাম “জো হাল দিলকা”।মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে ছবির পোস্টার রিলিজ হয়ে গেল।ছবির পরিচালনায় সমীর মাঝি। কাহিনী প্রদীপ্ত ভাস্কর মুখার্জী, ছবিতে অভিনয় করেছেন গৌতম শাহ, ভৈরবী চক্রবর্তী, রিতা জাভেরী, মাধুরী পাণ্ডে প্রমুখ।সংগীতে কানাই কুন্ডু।

ছবিটি আগামী ১৪ই জানুয়ারি সারা বাংলা জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।বাঙালী পরিচালকের বলিউড যাত্রা আরো সুদীর্ঘ ভাবে সুচারু পথে এগিয়ে চলুক এই শুভেচ্ছা রইল।

Author