শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে আনন্দ ধারা

Spread the love

১১ মার্চ ২০২৩ কলকাতার দাগা নিকুঞ্জে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স আয়োজন করেছিল ‘আনন্দ ধারা’। ‘আনন্দ ধারা’ হল ঋতুরাজ বসন্তের এক রঙিন উদযাপন। হোলি-পরবর্তী এই ইভেন্টে মিউজিশিয়ান আর সঙ্গীতশিল্পীরা রঙের উৎসব নিয়ে একটি গান ও নাচ তৈরি করেন। আর এই সব কিছুর মধ্যে প্রেম আর ভালোবাসা ছিল মূল উপজীব্য বিষয়। অনুষ্ঠানের গানগুলো এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যা শ্রোতাদের সঙ্গে এক দৃঢ় সংযোগ তৈরি করে। এই অভিনব উপস্থাপনার কারণে গোটা পরিবেশ আনন্দে ভরে ওঠে। একের পর এক আবৃত্তি এদিনের অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করে। ভগবান কৃষ্ণ আর তাঁর সঙ্গী রাধাকে ঘিরে যে রঙের উৎসবের সূচনা আর আয়োজন সেই তাঁদের চরণে এদিন নাচ, গান, আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধা অর্পণ করা হয়। ইভেন্টের কনসেপচুয়ালাইজার এবং ডিরেক্টর কবিতা সোনালি বলেন, ‘রাধা – কৃষ্ণের এই চিরন্তন ভালোবাসাকে সকলের সামনে মঞ্চে তুলে ধরতে পেরে আমি খুবই খুশি। একইসঙ্গে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে আমাদের পাশে এভাবে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আর এই অনুষ্ঠানকে সফল করার জন্য অনেক ধন্যবাদ জানাই।’ শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, ” আমাদের সংস্থা জুয়েলারি শোরুমের চার দেয়ালের মধ্যে আটকে না থেকে শ্রেষ্ঠত্বের সাধনা করে। আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, রীতিনীতি যেগুলো সোনার মতোই মূল্যবান তা উদযাপন করে চলেছি।” তিনি আরো বলেন, “আমাদের এই সংস্থা শ্যাম সুন্দর কোং জুয়েলার্স – এর নামকরণ ভগবান কৃষ্ণের নামেই করা। শুধু তাই নয় তিনিই আমাদের সবসময় পরিচালিত করেন। শ্রী কৃষ্ণকে ঘিরেই তো এই রঙের উৎসব। তাই আমরা সবার কাছে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বেশি করে আবেদন করেছিলাম।” শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের আরেক ডিরেক্টর রূপক সাহা বলেন, “ভগবান কৃষ্ণ এবং তাঁর সঙ্গিনী রাধাকে ঘিরেই তো এই বিশ্ব চরাচরে প্রেম, ভালবাসার অস্তিত্ব। ভালবাসার সূত্রেই তো এই রঙের উৎসবের জন্ম। তাই আমরা প্রেম নিয়ে একটি গান এবং নাচ করার সিদ্ধান্ত নিই। আমাদের চারপাশেও এই ভালোবাসা ঘিরে রয়েছে বলেই এতকিছু সম্ভব হয়ে চলেছে। আনন্দ ধারা তার মধ্যে অন্যতম।

Author