সার্ক গ্লোবাল এক্সিলেন্ট সম্মান ”২৪

0
Spread the love

যে কোন কাজের গুণমান ভালো হলে স্বীকৃতি আসবেই


ব্যতিক্রমী পেশায় থেকেও প্রকৃতি ফটোগ্রাফির অসাধারণ দক্ষতায় সার্ক গ্লোবাল এক্সিলেন্ট সম্মান’২৪ ভূষিত হলেন প্রখ্যাত আলোকচিত্র শিল্পী অনুপম হালদার। সার্ক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পরিচালনায় গত ২৪ নভেম্বর রবিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয় নেপালের কাঠমান্ডুতে। পেশায় রাজ্য সরকারের রাজস্ব বিভাগে কর্মরত অনুপম হালদার। পেশাগত ব্যস্ততার কারণে আমন্ত্রণ পেয়েও শেষমুহূর্তে নেপালে অনুষ্ঠানে হাজির হতে পারেননি। তাই প্রযুক্তির সাহায্য নিয়ে অনলাইনেই তাঁর বক্তব্য রাখেন অনুপম। এরপর সার্ক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তরফে পুরস্কার কলকাতায় তুলে দেওয়া হয়।


সার্কভুক্ত দেশগুলি জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম সংস্থা। এর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। নেপালের কাঠমুন্ডুর থামেল কেএমসি অডিটোরিয়ামে অ্যাওয়ার্ড তুলে দেন নেপালের তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রী পৃত্থ্বী সুব্বা গুরুং। অনুষ্ঠানে ভারতের পক্ষে হাজির ছিলেন সার্ক জার্নালিস্ট এসসিয়েশনের সভাপতি ডঃ নটরাজ রায়, সাধারণ সম্পাদক ও সাংবাদিক বিপ্লব দাশ, বাংলাদেশের পক্ষে সংগঠনের নির্বাহী সভাপতি সালাম মাহমুদ, প্রেস কাউন্সিল অফ নেপালের তরফে বালকৃষ্ণ বাসনেট-সহ নেপালের গণমান্য ব্যক্তিরা।

Author

Leave a Reply

You may have missed