আনন্দ সংবাদ
গতকাল ৬ই মার্চ আমাদের সংগঠনের বার্ষিক সাধারণ সভা খুব ভালো ভাবে হোলো। বাইরে থেকে কুচক্রী কয়েকজন চেষ্টা করেছিল যাতে সভাটি সাফল্য না পায়। তাদের হাজার চেষ্টা সত্ত্বেও মোট ১৩৮ জন সদস্যর উপস্থিতিতে সফলতার সঙ্গে সভার কাজ শেষ হোলো। গৌতম ঘোষ না আসতে পারার জন্য বার্তা পাঠিয়েছেন। শারীরিক কারণে আসতে পারেননি কয়েকজন সিনিয়র পরিচালক। কিন্তু তারাও উচ্ছসিত প্রশংসা করে বার্তা পাঠিয়েছেন। মঞ্চে উপস্থিত ছিলেন রাজা মিত্র, নারায়ণ রায়, পিনাকী চৌধুরী, শঙ্কর রায়, স্বপন সাহা, সুজিত গুহ, অনুপ সেনগুপ্ত, রাজ মুখার্জী এবং ফেডারেশন এর সভাপতি স্বরূপ বিশ্বাস। স্বরূপ বাবু দ্বার্থহীন ভাষায় ঘোষণা করলেন আমাদের মাথার ওপর ফেডারেশন থাকছে, শুটিং করার ক্ষেত্রে আর কোনো বাধা আমাদের পেতে হবেনা। ফেডারেশন এর সব সুবিধা আমরা পাবো। মেডিক্লেম এর আর কোনো বাধা আর রইলোনা। সকলের জন্য মেডিক্লেম হয়েযাবে। মানে যাঁরা সম্প্রতি মেডিক্লেম এর দরখাস্ত করেছেন।
আপনাদের সকলের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিলাম। যাঁরা আসতেপারেননি, তারা হয়তো এই ঐতিহাসিক সভার সাক্ষী থাকতে পারলেন না। সকলে যোগাযোগের মধ্যে থাকুন। আগামী দিনগুলিতে আরো ভালো সংবাদ নিশ্চিত আপনারা পাবেন।
EIMPDA