রজতাভ, শান্তিলাল, বিশ্বনাথ, অনিন্দ্য ছাড়াও দেখা যাবে একাধিক তারকাদের! জোর কদমে শ্যুটিং চলছে নতুন ছবি গাটস-এর।।
![](https://bengalvarta.com/wp-content/uploads/2022/10/IMG-20221020-WA0035-1024x666.jpg)
সুব্রত নন্দী প্রোডাকশনের প্রযোজনায়, অভিনেতা প্রযোজক সুব্রত নন্দীর প্রযোজনায়, কিংশুক দের পরিচালনায় আসতে চলেছে নতুন ছবি গাটস।। আপাতত কলকাতা শহরের নানান জায়গায় চলছে ছবির শ্যুটিং।। একঝাঁক তারকাদের যেমন দেখা যাবে এই ছবিতে তেমনি অন্যদিকে থাকছে বেশ কিছু নতুন মুখ । ছবিতে একদিকে যেমন দেখা যেতে চলেছে রজতাভ দত্ত, শান্তিলাল মুখার্জী, বিশ্বনাথ বসু, অনিন্দ্য পুলক ব্যানার্জি, প্রদীপ ধর, অভিরাজ, অভিরুপ চৌধুরী, সুব্রত নন্দীর মতোন তারকাদের, তেমন অন্যদিকে থাকছে অরিত্র গোস্বামী, অরিত্রম মুখার্জী, সুমন রায়, মৌমিতা বসু, যুক্তা রক্ষিত, হৈমন্তী গাঙ্গুলী সহ একাধিক নতুন মুখ দের।।
![](https://bengalvarta.com/wp-content/uploads/2022/10/IMG-20221020-WA0040-1024x743.jpg)
![](https://bengalvarta.com/wp-content/uploads/2022/10/IMG-20221020-WA0030-1024x632.jpg)
![](https://bengalvarta.com/wp-content/uploads/2022/10/IMG-20221020-WA0034-794x1024.jpg)
![](https://bengalvarta.com/wp-content/uploads/2022/10/IMG-20221020-WA0033-668x1024.jpg)
![](https://bengalvarta.com/wp-content/uploads/2022/10/IMG-20221020-WA0031-550x1024.jpg)
![](https://bengalvarta.com/wp-content/uploads/2022/10/IMG-20221020-WA0032-1-620x1024.jpg)
![](https://bengalvarta.com/wp-content/uploads/2022/10/IMG-20221020-WA0028-1-820x1024.jpg)
পরিচালক কিংশুক দে জানিয়েছেন, “এই ছবির গল্পের কেন্দ্রে তিনজন আশাহত নারী চরিত্র।। তারা জীবনের নানান ক্ষেত্রে অসফল হওয়ার পর সিদ্ধান্ত নেয় মৃত্যুর।। কিন্তু তাদের মরা হয় না। ঘটনা চক্রে তারা জড়িয়ে পরে এক মাফিয়া দলের সঙ্গে।। এই মাফিয়া দলের প্রধান রফিক খান (সুব্রত নন্দী) ধীরে ধীরে তাদের গড ফাদার হয়ে ওঠে।। খুন, কিডন্যাপ, মধুচক্র, নানান কাজের মধ্যে জড়িয়ে পড়ে তারা।। তাদের ধাওয়া করতে থাকে ৬ জন STF অফিসারের একটি দল।। রুদ্ধশ্বাস চেজিং সিন, পরতে পরতে অ্যাকশন নিয়ে তৈরী হচ্ছে এই ছবি।। আজ রজতাভ দত্তের সঙ্গে শ্যুটিং করছি আমরা । একজন পুলিশ কমিশনারের ভূমিকায় দেখা যাবে তাকে । চরচরিয়া, নারায়ণী, বাইপাসের বিভিন্ন অংশে চলছে শ্যুটিং।। এই ছবি নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী।। আশা করি ছবি নিয়ে খুব তাড়াতাড়ি দর্শকদের কাছে আসতে পারবো।।”
Photo Credit: Sufal Bhattacharya