পুজো কালেকশনে মহুয়াস্ ফ্যাশন


শারদোৎসবের কাউন্ট ডাউন শুরু। পুজোর বাদ্যি বাজল বলে ! গত ২ বছর করোনা ওলটপালট করে দিয়েছে যে সব হিসেব-নিকেশ, সেগুলো আবার নতুন করে গুছিয়ে নেওয়ার পালা। পুজো আসা মানেই জমিয়ে কেনাকাটার হিড়িক। সারা বছর কিছু না-কিছু কেনাকাটা চললেও, পুজোর কেনাকাটার আনন্দই আলাদা। আর এবার মহুয়াস্ ফ্যাশন (MOHUA’S FASHION) নিয়ে এল পুজো স্পেশ্যাল শাড়ির এক্সক্লুসিভ কালেকশন।




















শাড়ির সম্ভার সম্পর্কে মহুয়াস্ ফ্যাশন-এর কর্ণধার মহুয়া চক্রবর্তী জানান, এবছর পুজোয় আমার কালেকশনে থাকছে বেনারসি জরি সিল্ক, কাঞ্চিপুরম পাট্টু শাড়ি, মাইসর জাকার্ড, কাঞ্জিভরম বেনারসি সিল্ক, বোমকাই পিওর সিল্ক, মাইসর সিল্ক সহ আরো নতুন ট্রেন্ডের দুর্দান্ত শাড়ি। থাকছে নতুনত্ব ডিজাইন, বেস্ট কোয়ালিটি তাও আবার নায্য দামে। মাত্র ১১০০ টাকা থেকে শুরু চোখ ধাঁধানো শাড়ির সম্ভার।
For booking Call:6289057577