হয়ে গেল ” উইংস অফ প্যাশন” এর নৃত্য অনুষ্ঠান

Spread the love

মৃত্যু প্রত্যেকটি জীবের জন্য অবধারিত সত্য। না চাইলেও প্রত্যেকটি মানুষকে মৃত্যুকে আলিঙ্গন করতেই হয়। তাই স্বশরীরে অমর না হতে পারলেও অন্যের স্মৃতিতে মানুষ চিরকাল অমর হয়ে থেকে যায়। একবুক আশা ও একরাশ স্বপ্ন নিয়েই অনেককে চিরবিদায় নিতে হয়। আর সেরকমই একজন কাজরী ভঞ্জ যার দুচোখ জুড়ে ছিল নাচের স্বপ্ন। ইচ্ছে ছিল এমন একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে যেখানে নাচের স্বপ্ন দেখে বেড়ে ওঠা সকলেই তাদের প্রতিভার স্ফুরণ ঘটাতে পারে। কিন্তু ইচ্ছে পূরণ করতে পারেনি কাজরী। তার চলে যাওয়ার পর তাকে তার সেই ইচ্ছের মাধ্যমে বাঁচিয়ে রাখতে চেয়েছেন ওনার মা সরস্বতী ভঞ্জ। তারই স্মৃতিতে গড়ে ওঠা ‘(wings of Passion’) ‘উইংস অফ প্যাশন’ যেখানে কাজরীর বন্ধু থেকে শুরু পরিচিত অনেকেই অক্লান্ত পরিশ্রম করে নাচের প্রোগ্রামের মাধ্যমে কাজরীর স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করছেন। বিখ্যাত অভিনেত্রী পাপিয়া রাও এর মধ্যে অন্যতম একজন, যিনি বিনা পারিশ্রমিকে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটিকে সুন্দর করে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। অন্যান্যদের মতো স্বয়ং নৃত্য পরিবেশন ও করেছেন। ওনার মুখ থেকে শুনব অনুষ্ঠানের বিশেষত্ব…

Author