ইউনিটি মালঞ্চ-র চতুরঙ্গ নাট্য উৎসব আবারও প্রমাণ করলো ভাল নাটকের পাশে দর্শক আজও আছে
ইন্দ্রজিৎ আইচ
ইউনিটি মালঞ্চ-র চতুরঙ্গ নাট্য উৎসব পালন করলো ৫ থেকে ৮ ডিসেম্বর ২০২৪ নৈহাটী ঐকতান মঞ্চে। এই উৎসব মঞ্চ দুই মহান স্রষ্টা
সদ্য প্রয়াত নাট্যকার, পরিচালক ও অভিনেতা মনোজ মিত্র এবং সুরকার-গীতিকার সলিল চৌধুরী নামে উৎসর্গ করা হয়েছিলো। মঞ্চ উদ্বোধক বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও গবেষক শুভেন্দু মাইতি ও বিশেষ অতিথি দ্বয় সাংসদ পার্থ ভৌমিক এবং বিধায়ক সনৎ দে ইউনিটি মালঞ্চ-র ৪৩বছরের দীর্ঘ ইতিহাস, সংগ্রাম ও সফলতা নিয়ে ভূয়শী প্রশংসা করেন। প্রদীপ প্রজ্জ্বলনের সঙ্গে সঙ্গে ভেসে আসে দুই স্রষ্ঠার নাটকীয় সংলাপ ও সঙ্গীত।
দ্বিতীয় পর্বে শুরু হয় পর পর তিনটি একাঙ্ক নাট্য প্রযোজনা। চার সন্ধ্যায় বিভিন্ন জেলার মোট ১৪টি নাটক পরিবেশিত হয় চতুরঙ্গ উৎসবে। আমন্ত্রিত নাট্যদল বৃশ্চিক, থিয়েটার পয়েন্ট, সারথি, মিউনাস, মুক্তমনন স্পীড, বর্ণকথা, আলেয়া, অভিনেয়, রম্বস, বিষাণ একটি নাট্যদল, দ্বিসাত্তিক, অন্যভাবনা, সরস্বতী নাট্যশালা ও চাকদহ কলাকেন্দ্র নাট্যদলের নাটক। প্রতিটি নাট্যদলের
ভিন্ন ভিন্ন স্বাদের নাটক দর্শকদের মন জয় করেছে। নাটক শেষে প্রতিটি দলের পরিচালকের হাতে তুলে দেওয়া হয় উৎসব স্মারক।
কলাকুশলীদের পরিচয় পর্বে নাট্যদলের সকলেই ইউনিটি-র আয়োজন ও আতিথেয়তার খুব সুনাম করেন। বিভিন্ন দিনে অনেক নাট্য ব্যক্তিত্বরা উপস্থিত হয়ে ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রণব গুহ, দেবাশিস সেন ও দেবব্রত শর্মা।
শেষ দিনে সঙ্গীত শিল্পী পৌলমী দত্তের থিয়েটারের গান দিয়ে সমাপ্ত হয় ইউনিটি মালঞ্চ-র চতুরঙ্গ উৎসব। প্রতি সন্ধ্যায় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ইউনিটি মালঞ্চ-র জয় হোক, জয় হোক বাংলা থিয়েটারের।