যোগেশ মাইম একাডেমিতে চেতলা আনন্দম এর দুদিনের নাট্য কর্মশালা অনুষ্ঠিত হলো

Spread the love



-ইন্দ্রজিৎ আইচ

দক্ষিণ কলকাতার চেতলা আনন্দম ১০ এবং ১১ ডিসেম্বর এই দুদিন ১০ থেকে ১ টা পর্যন্ত যোগেশ মাইম একাডেমিতে ২ দিন ব্যাপি নাট্য কর্মশালার আয়োজন করেছিলো। নাট্যকর্ম শালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল স্কুল অব ড্রামার প্রাক্তনী ও উহিনী কলকাতার নাট্যকার ও পরিচালক অদ্রিজা দাশগুপ্ত। নাট্যশালার বিষয় ছিলো নাট্টিক ক্রিয়া, সংলাপের প্রাথমিক ক্লাস। নাট্যকর্ম শালায় বিভিন্ন নাট্য দল থেকে অনেক নাট্যকর্মী রা এই দু দিনের নাট্য কর্মশালায় যোগদান করেন।


প্রশিক্ষক অদ্রিজা দাশগুপ্ত খুব সুন্দর ও আন্তরিকতার সঙ্গে সকলকে প্রশিক্ষণ দেন। তাঁর বন্ধুত্ব পূর্ণ স্বভাব সিদ্ধ আচরণে সকল শিক্ষার্থীরা আপ্লুত হয়েছেন। প্রশিক্ষক অদ্রিজা দাশগুপ্ত সমাপ্তির দিন বলেন সব দল যখন সব বড় বড় কিছু নিয়ে ভাবছে বা নাটক করছে ঠিক সেই সময় চেতলা আনন্দম এর মতো দল কিছু ভালো নাটক শেখার জন্য,সঠিক ভাবে নাটক উপস্থাপনার জন্য এক সুন্দর, সুষ্ঠ ভাবে নাট্য কর্ম শালার আয়োজন করেছে যা সত্যি প্রশংসনীয়। এই নাট্যকর্ম শালায় আশীষ মুখার্জি র সার্বিক ব্যবস্থাপনায় চেতলা আনন্দম গ্রুপ থিয়েটারের দুদিনের নাট্য কর্মশালা অনুষ্ঠিত হলো।অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সায়ান্ন ভট্টাচার্য, অনিন্দিতা বসু, বাসুদেব মুখার্জি, সমীর মন্ডল, পিকাসো ঘোষ, স্বেতোশ্রী মন্ডল, অয়ন মুখার্জি, সায়ন মুখার্জি সহ বিভিন্ন নাট্যদলের কলাকুশলীরা। সব মিলিয়ে জমে উঠেছিলো চেতলা আনন্দম এর নাট্য প্রশিক্ষণ এর কর্মশালা।

Author

You may have missed