“ম্যাজিক”
![](https://bengalvarta.com/wp-content/uploads/2021/01/IMG-20210120-WA0028-1024x662.jpg)
12 ই ফেব্রুয়ারি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে রাজা চন্দ পরিচালিত, অঙ্কুশ ও ঐন্দ্রিলা অভিনীত সিনেমা “ম্যাজিক”।
![](https://bengalvarta.com/wp-content/uploads/2021/01/IMG-20210120-WA0026-1024x684.jpg)
![](https://bengalvarta.com/wp-content/uploads/2021/01/IMG-20210120-WA0027-684x1024.jpg)
এসএসজি এন্টারটেনমেন্ট প্রযোজিত সিনেমা ম্যাজিকের মিউজিক লঞ্চ পার্টি হয়ে গেলো গতকাল কলকাতার ট্রাম ডিপো রেস্তোরাঁতে। এই মিউজিক লঞ্চ পার্টিতে উপস্থিত ছিলেন এসএসজি এন্টারটেইনমেন্ট এর কর্ণধার সুমন সেনগুপ্ত, অভিনেতা অঙ্কুশ, অভিনেত্রী ঐন্দ্রিলা,গায়ক অনুপম রায়, গায়িকা অন্বেষা, সঙ্গীত সুরকার ডাব্বু, গীতিকার রাজীব দত্ত।
![](https://bengalvarta.com/wp-content/uploads/2021/01/IMG-20210120-WA0023-607x1024.jpg)
![](https://bengalvarta.com/wp-content/uploads/2021/01/IMG-20210120-WA0019-1024x622.jpg)
![](https://bengalvarta.com/wp-content/uploads/2021/01/IMG-20210120-WA0014-1024x684.jpg)
সিনেমাটিতে সমস্ত গানের সুর দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত সুরকার ডাব্বু। ম্যাজিক এর টাইটেল ট্র্যাকটি গেয়েছেন অনুপম রায়। ডাব্বুর সুরে অনুপম রায় এর এটি প্রথম গান । আপনারা বাংলা সিনেমাতে অনুপম রায়ের অনেক গান শুনেছেন কিন্তু ম্যাজিকে অনুপম রায়ের কন্ঠে টাইটেল ট্র্যাকটি সিনেমাটিকে একটি অন্য মাত্রায় নিয়ে গেছে, বাংলা সিনেমার গতানুগতিক গানগুলির থেকে ভিন্ন স্বাদের তিনটি গান দর্শকরা শুনতে পাবেন এই সিনেমাটিতে। সিনেমাটির গল্পের বুননে গানগুলি তৈরি হয়েছে। ডাব্বু তাঁর সুরে সুরে সিনেমাটির গল্প শোনাতে চেয়েছেন তার শ্রোতাদেরকে।এছাড়া সিনেমাটিতে অন্য দুটি গান গেয়েছেন শান, অন্বেষা ও অন্তরা মিত্র। আমাদের পক্ষ থেকে ম্যাজিক এর পুরো টিমকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।