আনকাট আড্ডায় অনিন্দিতা

Spread the love

বিনোদনের রসদ দিতে দর্শকদের কাছে বেশ জায়গা করে নিয়েছে মেগা সিরিয়াল। নিজের পছন্দের মত সিরিয়াল দেখার জন্য বিকেল না হতেই টিভির রিমোট নিয়ে বসে পড়ে উৎসুক দর্শকরা। বাড়ির অন্দরমহলে তখন অবাধ আনাগোনা থাকে নিজেদের বিভিন্ন ধারাবাহিকের প্রিয় চরিত্ররা। তাদের হাসি, কান্না সুখ- দুঃখে একাত্ম হয়ে যায় কল্পনা আর বাস্তবের দুনিয়া। এমনকি, সিরিয়াল অনুরাগীদের কৌতুহলে বাদ যায় না তাদের ব্যক্তিগত জীবনও। একদিকে যেমন নতুনত্ব গল্পের মোড়কে রীতিমত টেক্কা দিচ্ছে
নানান ধারাবাহিক, তেমনি নায়ক নায়িকা কিংবা ভিলেন শুধু নয় পার্শ্ব চরিত্রগুলি দিব্যি দাগ কাটছে দর্শকদের মনে। ঠিক তেমন নিজের অভিনয়ের দক্ষতায় ইতিমধ্যে সিরিয়ালপ্রেমীদের কাছে রীতিমত এক জনপ্রিয় মুখ অভিনেত্রী অনিন্দিতা দাস। বর্তমানে কালার্স বাংলায় ‘দত্ত অ্যান্ড বৌমা’ ধারাবাহিকে এক টিপিক্যাল সাংসারিক মনোভাবাপন্ন মায়ের(মুকুটের মা শ্রাবণী) চরিত্রে অভিনয় করছেন তিনি। পাশাপশি সান বাংলায় ‘কন্যাদান’ ধারাবাহিকে রিমা এবং এন্টার টেন বাংলায় ‘রোজা’- য় ঊর্মি’র চরিত্রে দাপুটে অভিনয় দর্শক মহলে বেশ প্রশংসিত। শুধু সিরিয়ালে নয় নানান বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। এছাড়া এক আন্তর্জাতিক তথ্যচিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।

অভিনয় ছাড়া গানের প্রতি রয়েছে তার বিশেষ ভালোবাসা। সঙ্গীতশিল্পী দেবারতি সোম এবং উস্তাদ রশিদ খানের কাছে রীতিমত রবীন্দ্রসঙ্গীত এবং শাস্ত্রীয় সঙ্গীতে তালিম তার। এছাড়াও পরবর্তী সময় ছৌ নাচের গান নিয়ে গবেষণা করেছেন তিনি। এখানেই শেষ নয় ! কত্থক নৃত্যে তিনি একজন ইন্টারন্যাশনাল স্কলারশিপ হোল্ডার ।

শুধু টিভির পর্দার জনপ্রিয়তায় সীমাবদ্ধ নয় বরঞ্চ বিভিন্ন স্টেজ পারফরমেন্সের মাধ্যমে অনুরাগীদের কাছে তিনি রীতিমত ঘরের মেয়ে । কখনো তাদের সাথে টাং টুইস্টার খেলার মাধ্যমে ,কখনো খোশমেজাজের আড্ডা, কখনো আবার ‘সখী, ভাবনা কাহারে বলে’ , ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া’ গানের মাধ্যমে তাদের মনের মণিকোঠায় নিবিড় সম্পর্কের রসায়ন তৈরি করেছেন তিনি নিজে।

সর্বদা মিষ্টি হাসির অধিকারী অনিন্দিতার স্বভাব ঠিক ততটাই মিষ্টি। শুটিং ছাড়া অবসর সময়ে তিনি পছন্দ করেন গল্পের বই পড়তে আর নানান ভাষার সিনেমা দেখতে। আর গান ! কাজের ফাঁকে গাইতে ভালোবাসেন জনপ্রিয় আধুনিক গান ‘আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে’। এছাড়া অভিনেত্রীর প্রিয় গানের তালিকায় রয়েছে রবীন্দ্রসঙ্গীত ‘নিভৃত প্রাণের দেবতা’, লতা মঙ্গেশকরের গাওয়া ‘লগ যা গলে’ ।

পজ়িটিভ দিক আর নেগেটিভ দিক এই নিয়ে আমাদের প্রত্যেকের জীবন। সেলিব্রেটিদের জীবন তার অন্যথা নয়। পরিচিতের নাম কিংবা কখনো তার অবয়ব ভুলে যাওয়ার কারণবশত প্রায়শই বিব্রত হয়েছেন অনিন্দিতা। তা অকপটে স্বীকার করতে দ্বিধাবোধ করেন না এই অভিনেত্রী। সেরকম মুহূর্ত হিসাবে অনিন্দিতা কথায় ভেসে ওঠে অভিনেতা কৌশিক সেনের কথা। একদিন অ্যাকাডেমির কাছে কৌশিক সেন গাড়ি নিয়ে যাওয়ার পথে অনিন্দিতাকে দেখে হেসে ছিলেন কিন্তু সেইসময় অভিনেত্রী ওনার মুখমন্ডল মনে না পরার কারণে কোন সৌজন্য দেখাননি তাকে। পরবর্তী সময়ে যখন তিনি জানতে পারেন যে উনি ছিলেন কৌশিক সেন ! তখন এহেন ভুলবশত আচরণে রীতিমত লজ্জিত হয় সে। আজও সে ঘটনায় তিনি অনুতপ্ত।

নানান ভালো মুহূর্ত যেমন এসেছে তেমনি এই অভিনেত্রীর জীবনে আছে অনেক খারাপ মুহূর্ত। তাই মনখারাপের ওষুধ হিসেবে নাচ তার জীবনের মোক্ষম সঙ্গী। বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে একটু একটু করে তার জীবন দর্শনের সংজ্ঞার ঘটেছে বদল। আর এখানেই এক ব্যতিক্রমী চরিত্র অভিনেত্রী অনিন্দিতা।

Author