The Fog-একটি স্বল্পদৈর্ঘ্যের রহস্যময়তারয়ঘেরা ছবি
বহুদিনের প্রতীক্ষার পর সোম, তার স্ত্রী অর্নার সাথে ছুটি কাটানোর সুযোগ পেয়ে যায়। শান্তিনিকেতনের সুন্দর পরিবেশে দুই দম্পত্তি নিজেদের সম্পর্কে জমা ধুলোগুলোকে মুছে নিতে চায়। কিন্তু নিয়তির পরিকল্পনা হয়তো সেটা নয়। অলৌকিক কিছু ঘটনার সম্মুখীন হন অর্না এবং ক্রমাগত এক অদ্ভুত মানসিক পর্যায়ে পৌঁছে যান, যেখান থেকে ফেরানো প্রায় অসম্ভব। কিন্তু পরমুহূর্তেই ঘটনাগুলির চিত্র এমনভাবে পরিবর্তন হতে থাকে, যে গল্পের প্রেক্ষাপট দর্শকের কাছে পাল্টে যায় ।
সত্যি এই ছবির কাহিনী কুয়াশায় আবৃত। আলো আঁধারি রহস্যময়তা চিত্রিত এই স্বল্প দৈর্ঘ্যর ছবি আজকের অস্থির সময়ের এক জ্বলন্ত দলিল।
আঙ্গিকের দিক থেকে এই ছবি কিন্তু গম্ভীর মেজাজের আদৌ নয় বরং প্রতিটি দৃশ্যে রয়েছে নানান চাঞ্চল্যকর ঘটনা। কখনো কৌতূহল উদ্দীপক, কখনও ভয়ানক, কখনও বিভৎস রসে সিক্ত আবার কোথাও কোথাও রোমান্টিকতায় উজ্জ্বল। এই ছবি না দেখলে অতৃপ্ত থাকতে হয়।
তাপসী রায় পরিচালিত এই ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে Hippiix ott plateform এ। এ ছাড়াও ওনার বেশ কিছু ছবি যেমন কফিন, bkc, অপুর সতিকথা, এবং রঞ্জন নানান প্ল্যাটফর্ম এ প্রদর্শিত হচ্ছে এবং বেশ কিছু পরবর্তি নতুন কাজ নিয়ে উনি তৈরী ভীষণ ভাবে উদগ্রীব। The Fog ছবির চিত্রগ্রাহক কিরনজিৎ দাস এবং কার্যনির্বাহী প্রযোজক সুমনা দেবনাথ। ছবিতে অভিনয় করেছেন সম্রাট মুখার্জী, মোহুয়া, প্রিয়া, মোহর, সৌভিক।