অনুষ্ঠিত হলো বেলঘরিয়া এথিক নাট্যদলের আয়োজনে রক্তদান শিবির

Spread the love



ইন্দ্রজিৎ আইচ

সম্প্রতি বেলঘরিয়া র কালচার মোর এর কাছে কিরণ ভবনে অনুষ্ঠিত হলো বেলঘরিয়া এথিক এর আয়োজনে এক রক্তদান শিবির। প্রতি বছর এই নাট্যদল এই গরমকালে রক্তের চাহিদা মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন করে। এটা তাদের তৃতীয় বছর। এই বিষয়ে দলের পক্ষে এথিক এর সদস্য সদস্যা রা জানালেন এবারে তাদের ৩৫ জন রক্তদান করেছেন। সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত এই শিবির চলেছিলো। বিসি রায় শিশু হসপিটাল ব্লাড ইউনিট এই রক্ত সংগ্রহ করে। বেলঘরিয়া এথিক এর নির্দেশক দেবাশিস সেনগুপ্ত জানালেন আমাদের দলের বিভিন্ন নাট্যকর্মী, অভিনেতা , অভিনেত্রীরা প্রতি
বছরের মতন এইবারও তারা রক্ত দিয়েছেন। নাট্যদল চালানোর পাশাপাশি আমরা সবসময় সমাজের জন্যে কিছু করতে চাই, এটাই আমাদের উদ্দেশ্য। দলের আর এক কর্ণধার কাকোলী মজুমদার বল্লেন যারা আমাদের রক্ত দিয়েছেন তাদের সকলের হাতে আমরা দলের তরফ থেকে গাছের চারা উপহার দিয়েছি।


এটাও আমাদের এক পরিবেশ ভাবনা। এবারে আমাদের যারা যারা রক্ত দিলেন সেই রক্ত থ্যালাসেমিয়া শিশুদের দান করা হলো বিশি রায় হসপিটাল ব্লাড ইউনিট এর সহযোগিতায়। এই দিন রক্তদান এর পাশাপাশি প্রেসার ও দেহের ওজন মাপার ব্যাবস্থা ছিলো।

Author