ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাবের ৪৫তম বর্ষপূর্তি উৎসব

Spread the love

ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাবের ৪৫তম বর্ষপূর্তি উৎসব হয়ে গেল রবীন্দ্রসদনে। ৩০ আগস্ট বুধবার , রাখী পূর্ণিমার দিন আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে অতিথি , কর্মকর্তাসহ উপস্থিত দর্শক-শ্রোতাদের হাতে রাখী পরিয়ে দেওয়া হয়।

প্রতি বছরের মত এই বছরও অনুষ্ঠানে কলকাতা , যাদবপুর , রবীন্দ্র ভারতী , বর্ধমান এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর সাংবাদিকতা ও গণজ্ঞাপনে প্রথম স্থানাধিকারী ছাত্র ছাত্রীদের স্মৃতি পুরস্কার দেওয়া হয়। সেই সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং সমতুল পরীক্ষায় কৃতকার্য ক্লাব সদস্যদের ছেলে-মেয়ে এবং নাতি-নাতনিকে সম্বর্ধনা জানানো হয়। এই ছাত্র-ছাত্রীদের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় যে দু’জনের নম্বর সবচেয়ে বেশি ছিল , তাদের রূপোর পদক দেওয়া হয়।


এ বছর দক্ষিণারঞ্জন বসু স্মৃতি পুরস্কার দেওয়া হয় বর্ষীয়ান সাংবাদিক রমেন্দ্রলাল রায়কে। এছাড়াও অমিত চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার পেয়েছেন প্রতিভাবান অ্যাথলিট মোহর মুখোপাধ্যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষক ড. সায়ন্তন ভাদুড়ি বলেন, সমাজের কাছ থেকে ছাত্র -ছাত্রীরা যা পেয়েছে তা ফিরিয়ে দিতে, তাদের আরো বেশি দায়িত্ববান হতে হবে।


মঞ্চে উপস্থিত ছিলেন ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাবের সভাপতি প্রান্তিক সেন, সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন, সহ সভাপতি পূর্ণেন্দু চক্রবর্তী ও নরেশ মণ্ডল, কোষাধ্যক্ষ সাধনা দাস বসু, সহ সম্পাদক সঞ্জয় হাজরা ও অভিজিৎ ভট্টাচার্য।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সা রে গা মা পা খ্যাত সমদীপ্তা মুখার্জীর গান শ্রোতাদের মুগ্ধ করে।

Author