সুকল্প ও প্রাজক এর আয়োজনে অসাধারণ নাট্য সন্ধ্যা

Spread the love



-কেকা আইচ

শ্রুতিনাটক সংস্থা সুকল্প প্রাজকের আমন্ত্রণে সম্প্রতি (১১ সেপ্টেম্বর ২০২৩) তপন থিয়েটারে একটি মনোরম অনুষ্ঠান বহুগুনীজনের উপস্থিতিতে দুটি শ্রুতিনাটক পরিবেশন করে।


এই সন্ধ্যায় একটি সম্মাননা অনুষ্ঠানে নির্দেশক শঙ্খ ভট্টাচার্যকে সম্মানিত করে প্রাজক। অভিনেতা দেবাশিস সেন শঙ্খ ভট্টাচার্যের হাতে সুন্দর একটি স্মারক তুলে দেন। শঙ্খ ভট্টাচার্য তার নাট্য জীবনের বক্তব্য রাখেন। দর্শকদের আরো ভালো ভালো নাটক দেখার জন্য অনুরোধ করেন।


এদিন সুকল্প ‘কী তার জবাব দেবে’ ও ‘শেষকৃত’ শ্রুতিনাটক অভিনয় করে। নাটক দুটির নাট্যকার যথাক্রমে বিশ্বজিৎ দেবরায় এবং শুভমানস ঘোষের গল্প অবলম্বনে চঞ্চল ভট্টাচার্য। অরিন্দম মুখোপাধ্যায়, পামেলী সেনগুপ্ত, ইরানি মুখার্জি, কোয়েল বন্দোপাধ্যায়, শিবপদ বন্দোপাধ্যায় ও আশিস ঘোষ সু-অভিনয় করেছেন।


নির্দেশনার দায়িত্বে ছিলেন শঙ্খ ভট্টাচার্য ও আবহে ছিলেন সৌমেন দত্ত।


দ্বিতীয় পর্যায়ে প্রাজক ‘মাতলা নদীর পাড়ে’ নাটকটি মঞ্চস্থ করে। রচনা/নির্দেশনা এবং অভিনয়ের দায়িত্বে ছিলেন অপু গাঙ্গুলি। কাঁকড়াজীবিদের নিয়ে করুনরসের নাটকটি দর্শকদের মনে যথেষ্ট দাগ কাটে। অপু গাঙ্গুলি ছাড়া দক্ষতার সঙ্গে অভিনয়ে করেন তারক গাঙ্গুলি, লোপামুদ্রা গুহ নিয়োগী। বাকিরা চলনসই।


মঞ্চে অজিত রায় ও আবহে সৌমেন দত্ত যথাযত।
এমন মনোরম সন্ধ্যা উপহার দেওয়ার জন্য প্রাজক ও সুকল্পকে ধন্যবাদ। ওনাদের কাছে আরো এমন ধরনের সুন্দর অনুষ্ঠানের অপেক্ষায় থাকবে দর্শক।

Author

You may have missed