যোগফল শূন্য

Spread the love

তোর সাথে যোগাযোগ নেই, কথা নেই, বেশ কদিন
তাই ভাবছি-
তোকে নিয়ে কবিতা লিখি।
মনে মনে কবিতার একটি নাম ঠিক করি, পোড়ামুখী।

কবিতায় রঙের ছটা দিতে চাই
রঙধনুকে বললাম- লাল-নীল রঙ যদি পাই
পাহাড়কে বললাম- একঝুড়ি সাদা নুড়ি পাথর চাই
পাথরচাপা কষ্ট নিয়ে বুকে কবিতা লিখলে ঝরঝরে হয়

মেঘকে বললাম- কালো নয়, একমুঠো সাদা মেঘ দিতে
শ্রাবণকে বললাম-
বৃষ্টির জল দিতে, কদমফুল ভাসিয়ে দেব বৃষ্টির জলে।

নদীকে বললাম-
কলকলে ঢেউ দাও, আর কোকিল তুমি গান গাও।
কৃষ্ণচূড়াকে বললাম- বসন্তের ফাগুন লাগা আগুনে
মন রাঙিয়ে দাও চৈত্রের কোলাহলে।

আয়োজন পর্ব শেষ হলো-
আমি লিখতে শুরু করবো তার জন্য একটি প্রেমের কবিতা
চোখ খুলে দেখি-
চারপাশে ভোরের আলো , পাখি ডাকছে
স্বপ্ন ভাঙ্গার কষ্ট ভুলতে ভুলতে মনে পড়লো-
তুই বলে কেউ কোথাও নেই।।
এতসব উপমা নিয়ে কি করব
ঈশ্বর তুমিই বলে দাও আমি কার জন্য কবিতা লিখব?

Author