বেঙ্গল সেলিব্রিটি টার্ফ ক্রিকেট লিগ জিতল গ্যাংস্টার

কলকাতা (১২ মে ‘২৫): চূড়ান্ত উদ্দীপনা ও ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে গতকাল রাতে শেষ হল ‘চিরাগ গ্রুপ অব কোম্পানীজ’ পরিচালিত প্রথম বর্ষের ‘বেঙ্গল সেলিব্রিটি টার্ফ ক্রিকেট লিগ’ (Bengal Celebrity Turf Cricket League)।

প্রতিযোগিতার অন্তিম পর্যায়ে অধিনায়ক সৌরভ দাস-এর নেতৃত্বাধীন ‘ফোনিক্স’ দলকে হারিয়ে বিজয়ী হয় অধিনায়ক সোহেল দত্ত-র নেতৃত্বাধীন দল ‘গ্যাংস্টার’।

এই বছরের ক্রিকেট প্রতিযোগিতায় সেরা ব্যাটসম্যান, সেরা ফিল্ডারের সাথে সাথে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন অংশুমান প্রত্যুষ, এছাড়াও সেরা মহিলা খেলোয়াড় রূপে পুরস্কৃত হয়েছেন সোনালিসা দাস, সেরা বোলার হিসেবে পুরস্কার পেয়েছেন মুকুলকুমার জানা।

টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর সাথে যুক্ত শিল্পী ও কলাকুশলীদের সহায়তায় গতকাল টালিগঞ্জে হয়ে গেল মিশ্র লিঙ্গের দিবারাত্রি ব্যাপী এক ক্রিকেট প্রতিযোগিতা।

‘চিরাগ গ্রুপ অব কোম্পানীজ’-এর সর্বাধিনায়ক চিরাগ কৌশিক জানিয়েছেন, “বড়ো ও ছোটো পর্দার সাথে যুক্ত শিল্পী ও কলাকুশলীদের ক্রীড়া নৈপুণ্য বৃদ্ধি ও একদিনের সীমাহীন আনন্দ প্রদানের লক্ষ্যেই আয়োজন করা হয়েছিল এই মিশ্র লিঙ্গের ক্রিকেট প্রতিযোগিতা।”

টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর শিল্পী ও কলাকুশলীদের পক্ষে চিত্র পরিচালক অংশুমান প্রত্যুষ জানিয়েছেন, “ফোনিক্স, ওয়ারিয়র্স, নাইটস ও গ্যাংস্টার -এর মতো চারটে দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।

প্রতিযোগিতার প্রত্যেকটা খেলায় ১০ জন পুরুষ খেলোয়াড়দের সঙ্গে সহ খেলোয়াড় রূপে অংশগ্রহণ করেছিলেন ১ জন করে মহিলা খেলোয়াড়।

প্রত্যেকটা দল ১১ ওভার করে ব্যাট করার সুযোগ পেয়েছেন, এই ১১ ওভারের মধ্যে ১০ ওভার বল করেছে বিপরীত দলের পুরুষ খেলোয়াড়রা, বাকি ১ ওভার বল করেছেন মহিলা খেলোয়াড়।
চারটে দল রাউণ্ড রবিন লিগ প্রথা মেনে প্রথমে প্রত্যেকে অপর দলের সাথে প্রথমে ১ টা করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল। তারপর প্রতিযোগিতা যত এগিয়েছে ততই বেড়েছে উত্তেজনা।

প্রতিযোগিতা স্থলে উপস্থিত থেকে শতদীপ সাহা জানিয়েছেন, “বনি সেনগুপ্ত ও সৌরভ দাসের মতো সফল শিল্পীদের উপস্থিতিতে সম্পন্ন হওয়া এই প্রতিযোগিতা আগামী দিনে টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীকে অন্যরকম ভাবে বাঁচার প্রেরণা জোগাবে।”