চন্ডীতলা প্রম্পটারের ৪ দিনের নাট্য উৎসব সাড়ম্বরে উদযাপিত হলো

–ইন্দ্রজিৎ আইচ
–হুগলীর বরিজহাটি গ্রামে অবস্থিত এক সুপ্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন–২০২৫ সালে পদার্পণ করছে এবারে তাদের গর্বিত রজত জয়ন্তী বর্ষে। দীর্ঘ ২৫ বছর ধরে এই সংস্থা শিক্ষামূলক নাট্য প্রযোজনা, নাট্য কর্মশালা, উৎসব ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে সংস্কৃতিকে ধরে রাখার নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
চন্ডিতলা প্রম্পটার সম্পূর্ণ নিজেদের উদ্যোগে আয়োজন করেছিলো এক বর্ণাঢ্য নাট্যোৎসব ২৬ থেকে ২৯ এ এপ্রিল।
প্রথমদিন এই উৎসবের সূচনা হয় সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে, যা শুরু হয় প্রম্পটারের নিজস্ব মুক্তমঞ্চ থেকে।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন লোকশিল্পীরা—ছৌ, রণ পা, ঢাক ও ঢোলের ছন্দে মুখরিত হয় বরিজহাটি অঞ্চল। উপস্থিত ছিলেন স্থানীয় নৃত্যদল ও সংস্কৃতিমনস্ক মানুষজন। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের সহায়তায় লোকশিল্পীদের এই পরিবেশনা দর্শকদের নজর কেড়েছে। এই নাট্য উৎসব উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেত্রী ছন্দা চ্যাটার্জী। উপস্থিত ছিলেন ডাক্তার সুবীর মুখার্জী, নাট্য গবেষক আশীষ গোস্বামী, নাট্য নির্দেশক উৎসব দাস এবং পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য বিজয় মুখোপাধ্যায়।
চন্ডীতলা চন্ডী মন্দিরের কাছে অবস্থিত ডাকবাংলোর সম্প্রীতি মঞ্চে আয়োজিত নাট্য উৎসবে অংশ নিয়েছিলো ১৪টি নাট্যদল, যাঁরা মঞ্চস্থ করে এই চারদিনের মোট ১৫টি নাটক। অংশগ্রহণকারী দলের মধ্যে ছিলো–চন্ডীতলা প্রম্পটার, বারাসাত অনুশীলনী, রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপ, উত্তরপাড়া উত্তরায়ন, হরিপাল আশ্রমিক, নাট্যপ্রহরী (হরিপাল), উত্তরপাড়া দৃশ্যায়ন, মালদা শিল্পী সংসদ, নেতাজীনগর সরস্বতী নাট্যশালা, রাজবলহাট সৃজন, চাঁপদানী আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটি, ব্যতিক্রমী (নবগ্রাম), বরানগরের শিল্পক ও এষনা (জয়নগর)। সমগ্র উৎসব পরিকল্পনা, পরিচালনা এবং ভাবনায় ছিলেন চন্ডিতলা প্রম্পটারের কর্ণধার নাট্যকার, নাট্য নির্দেশক এবং অভিনেতা প্রদীপ রায় ।