কোহিনুর ডান্স একাডেমী র সাতে পা
গত ২৮ এবং ২৯ শে ডিসেম্বর ২০২৩ কোহিনুর ডান্স একাডেমির বার্ষিক মিলন উৎসব অনুষ্ঠিত হলো পাইকপাড়ার মহিত মৈত্র মঞ্চে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিথি হিসেবে কিংবদন্তি নৃত্যশিল্পী নৃত্য গুরু শ্রীমতি পলি গুহ, এই দুদিনের অনুষ্ঠানে সম্মান জ্ঞাপন করা হয় নৃত্যের মাধ্যমে কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় কে সঙ্গে স্মরণ করা হয় কিংবদন্তি সংগীত শিল্পী সুচিত্রা মিত্র কে তার শতবর্ষে এছাড়াও ছিল বিভিন্ন রকম শাস্ত্রীয় এবং সৃজনশীল নৃত্যের সমারোহ উপস্থাপিত হয়েছিল শিঞ্জনের ৩০ জন পুরুষ নৃত্যশিল্পী নিয়ে, রসভারতম, যার মধ্যে আছে শাস্ত্রীয়, লোক এবং সৃজন শীল নৃত্যের এক অপূর্ব মেলবন্ধন, নৃত্য পরিচালনায় গুরু কোহিনুর সেন বরাট, সহকারী নৃত্য নির্দেশক দ্রাবিন চট্টোপাধ্যায় ও উজ্জ্বল অধিকারী। দুদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমিত দাশগুপ্ত কৌশিক সেনগুপ্ত কবির সেন বরাট, সহ আরো অনেকে সামগ্রিক অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন গুরু শ্রী কোহিনুর সেন বরাট এবং গুরু শ্রী সুজয় ঠাকুর। দুদিনের অনুষ্ঠানের সংযোগ স্থাপন করেছিলেন সঞ্চালক হিসেবে সম্মান দাস।