কমল কর স্মরণে বঙ্গকমল সম্মান হল সাইন্সসিটি অডিটোরিয়ামে
বাংলার মাটির টানে, বাংলার প্রকৃত সঙ্গীত এবং সঙ্গীত শিল্পীদেরকে সম্মান জানাতে কমল কর ফাউন্ডেশনের সৌজন্যে আমরা আয়োজন করেছি “সাত সুরের সাধনা”।
এই উপলক্ষে ১৬ নভেম্বর, শনিবার সান্ধ্যকালীন অনুষ্টানে বিশিষ্ঠদের বিশেস সম্বর্ধনার জ্ঞাপন করা হয।
এই প্রচেষ্টায় উপস্থিত ও গুনীছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়, সংগীত শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়, অভিনেত্রী তনিমা সেন, ও প্রখ্যাত আলোকচিত্রী তথা পশ্চিম বঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম আধিকারিক অনুপম হালদার সহ বিশিষ্ট গুণীজন এবং সংগীত শিল্পী রাখী দত্ত, এছাড়াও শিক্ষাবিদ ,চিকিৎসক জ্যোতিষ বিদ সহ আরো অনেক।
বাংলার সঙ্গীতের প্রতি দায়বদ্ধতাকে প্রাধান্য দিয়ে “সাত সুরের সাধনা” শীর্ষক গান ও নাচে নবীন দের উৎসাহ দিতে এই আয়োজন বলে জানান কেয়ার ইউ বিউটি ক্লিনিকের ও আয়োজক সংগঠনের কর্ণধার কাবেরী সাহা।
বাংলার নিজস্ব গান যেমন কীর্তন, লোকগান, ভক্তি গীতি, রবীন্দ্র ও নজরুল গীতির উপর বিশেষ গুরুত্ব দিয়ে এই অনুষ্ঠান ।
ধারাবাহিক ভাবে জনপ্রিয় চ্যানেল কালার্স বাংলায় প্রচারিত হবে এই অনুষ্ঠানের ঊঠে আসা রাজ্যের গ্রাম ও জেলা স্তরের নতুন প্রতিভাদের (সৃজা, দৃষ্টি দীপা, সুশ্রীতা, সুশীল, অন্তরা, আফরোজা, রানা, দেবকী, অনুরাধা অন্যান্যদের) পরিবেশিত নাচ ও গান। সেরাদের জন্য পুরস্কার ও বড় প্ল্যাটফর্মের ব্যবস্থাও রয়েছে।