গোবরডাঙ্গা নাবিক নাট্যম এর আয়োজনে অনুষ্ঠিত হলো দ্বিতীয় পর্বের নাট্য মিলন উৎসব

ইন্দ্রজিৎ আইচ
১ লা মার্চ ২০২৫ শনিবার সারাদিন ধরে অনুষ্ঠিত হলো গোবরডাঙা নাবিক নাট্যমের নাট্য মিলন উৎসবের দ্বিতীয় পর্ব। গোবরডাঙ্গা সাধুখাঁ পাড়ায় অবস্থিত সেবা ফার্মার্স সমিতির অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় নাবিক নাট্যমের এই দ্বিতীয় পর্বের নাট্য মিলন উৎসবটি। এই দিনের অনুষ্ঠান সুচিতে ছিল নাট্য কর্মশালা, সেমিনার, নাটক ও মাইম। নাট্য কর্মশালার মাধ্যমে দিনটির সূচনা হয়েছিল মোট ৩৬ জন শিক্ষার্থী এই নাট্য কর্মশালায় অংশগ্রহণ করেছিল। নাট্য কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তপন দাস ( খড়দা থিয়েটার জোনের নির্দেশক), ধীরাজ হাওলাদার( মছলন্দপুর ইমন মাইম সেন্টারের পরিচালক) ও জীবন অধিকারী (পরিচালক গোবারডাঙ্গা নাবিক নাট্যম)। সকাল ১১:০০ টার থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই কর্মশালাটি। ছোট বড়ো মিলে বিপুল উৎসাহে এই নাট্য কর্মশালায় নির্মিত হয় একটি নাটক । এরপর শুরু হয় সেমিনার এই সেমিনারের বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অভীক ভট্টাচার্য্য (ভাবনা থিয়েটার পত্রিকার সম্পাদক), রতন চক্রবর্ত্তী (নির্দেশক – রংতাল থিয়েটার হালিশহর), তপন দাস (নির্দেশক-খরদা থিয়েটার জোন), ধীরাজ হাওলাদার(পরিচালক -মছলন্দপুর ইমন মাইম সেন্টার) ও সেমিনার সঞ্চালনার দ্বায়িত্বে ছিলেন সুভাষ চক্রবর্ত্তী( চাঁদপাড়া এক্ট নাট্য সংস্থার নির্দেশক)। সেমিনারের শুরুতে হয় অতিথি বরণ। উত্তরীয়, পুষ্পস্তবক, স্মারোকের মাধ্যমে অতিথি দের বরণ করে নেয় দলের কুশীলবেরা। এবারের সেমিনারের বিষয় বস্তুটি ছিল”Relationship between the performer and audience” বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে চলা এই সেমিনারটি দর্শক ও শিক্ষার্থীদের কাছে বিশেষ ভাবে মনোগ্রাহী হয়ে ওঠে। সেমিনার পর্বের পর সেবা ফার্মার্স সমিতির কর্ণধার মাননীয় গোবিন্দ লাল মজুমদারকে “নাবিক সম্মানে সম্মানিত” করেন নাবিক নাট্যমের নির্দেশক জীবন অধিকারী । এরপর কর্মশালার ছাত্র, ছাত্রীদের সার্টিফিকেট প্রদান করা হয়। তারপরই এই দিনের শেষ পর্বের অনুষ্ঠানে পরিবেশিত হয় খড়দা থিয়েটার জোনের একটি একক নাটক অর্পণ এবং রংতাল থিয়েটারের মাইম গোপাল ভাঁড় এবং চরিত্রহীন । অডিটোরিয়ামে উপস্থিত প্রতিটি দর্শক দুটি প্রযোজনাই দারুন ভাবে উপভোগ করে। দর্শকের করতালি ও প্রশংসায় শেষ হয় গোবরডাঙা নবিক নাট্যামের দ্বিতীয় পর্বের নাট্য মিলন উৎসবের এই আয়োজন।