সাড়ম্বরে উদযাপিত হলো নাবিক নাট্যম এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন অনুষ্ঠান
-ইন্দ্রজিৎ আইচ
সম্প্রতি ভাষা দিবস উপলক্ষে গোবরডাঙা নাবিক নাট্যম সাড়ম্বরে পালন করলো আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক প্রদীপ রক্ষিত মহাশয় এবং ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। প্রথমেই দলের পক্ষ থেকে তাদের বরণ করে নেয় দলের সহ সম্পাদিকা রাখী বিশ্বাস এবং কোষাধ্যক্ষ সুপর্ণা সাধুখা। অতিথি দের ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অতিথিরা তাদের বক্তব্যে তুলে ধরেন এই আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য , এ ছাড়াও তারা এই দিনের যে ইতিহাস তাও বর্ণনা করেন। এর পরেই শুরু হয় ভাষা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান । কবিতা আবৃত্তি র মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাধনা দাস । এর পরেই দলের শিশু কিশোর কর্মশালার শিক্ষার্থীরা কবিতা, নাচ ও গানের মাধ্যমে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যেতে থাকে। এর পরেই পূজা ড্যান্স অ্যাকাডেমি র কচিকাঁচারা তাদের নৃত্য পরিবেশন করেন। এর পরেই অস্মিতা দত্ত, আরোহী ঘোষ, প্রীতি দত্ত তাদের নাচ ও গান পরিবেশন করেন। উপস্থিত ছিলেন আবৃত্তিকার রুমা সাহা তিনি ভাষা দিবসের উপর একটি অসাধারণ কবিতা আবৃত্তি করেন। ভাষা দিবসের দিনে উপস্থিত ছিলেন ইমন মাইম সেন্টারের কর্ণধার ধীরাজ হাওলাদার তার বক্তব্য সকলের মন ছুঁয়ে যায়। আন্ত্জাতিক মাতৃ ভাষা দিবসের দিনে দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রদীপ কুমার সাহা, শ্রাবণী সাহা, আল্পনা সরকার, সুব্রত কর্মকার, অশোক বিশ্বাস। দলের আর এক সদস্য সৌরজ্যতি অধিকারী দুটি অসাধারণ গান পরিবেশন করেন। এবং দলের সভাপতি জীবন অধিকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও একটি সুন্দর গান পরিবেশন করেন। সর্বশেষ দলের সম্পাদক অনিল কুমার মুখার্জি অনুষ্ঠান টির সমাপ্তি ঘোষণা করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন দলের সহ সম্পাদক আবিন দত্ত।