মছলন্দপুর এর পদাতিক মঞ্চে অনুষ্ঠিত হল তিনদিনের “ইমন নাট্যমেলা-২০২৩”

Spread the love


ইন্দ্রজিৎ আইচ

মছলন্দপুর ইমন মাইম সেন্টারের নিজস্ব উদ্যোগে নির্মিত পদাতিক মঞ্চে ২৭মার্চ থেকে ২৯মার্চ,২০২৩ অনুষ্ঠিত এই নাট্যমেলা সাজানো ছিল নাটক, মূকাভিনয়, গীতি-নৃত্যনাট্য, সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, ক্যারাটে শো এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা দিয়ে। ২৭মার্চ বিশ্ব নাট্য দিবসের সন্ধ্যায় নাট্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের নাট্য-গবেষক কামরুল হাসান খান, নাট্যকর্মী আশিস দাস, জীবন অধিকারী, আস্তিক মজুমদার, যোগরাজ চৌধুরী, নৃত্যশিল্পী মীনাক্ষী পাঠক, নিরেশ ভৌমিক, পাচুগোপাল হাজরা প্রমুখরা। বিশিষ্টজনদের দ্বারা প্রদীপ প্রজ্জ্বলন এর সঙ্গে অদ্বিতীয়া রায় এর উদ্বোধনী সংগীত ও ইমনের বন্ধুদের কত্থক নৃত্যের মাধ্যমে শুভ সূচনা হয় ইমন নাট্যমেলার। তারপর মঞ্চস্থ হয় ইমনের শিশু-কিশোর বিভাগের প্রযোজনা “একটি ক্ষুদ্র বন্য গপ্পো”। ছোট্ট বন্ধুদের রঙিন এই প্রযোজনার নির্দেশনায় ছিলেন জয়ন্ত সাহা। এরপর ছিল গোবরডাঙ্গা নকসার আশিস দাস এর নির্দেশনায় নাটক “স্বার্থপর”। এদিনের শেষ নাটক ছিল মুকুলিকা গানের স্কুল-এর নাটক প্ল্যাটফর্ম। নির্দেশনায় ছিলেন অনিমা মজুমদার। নাট্যমেলার দ্বিতীয় দিন অর্থাৎ ২৮মার্চ সকাল থেকে ছিল অঙ্কন ও নৃত্য প্রতিযোগিতা। শতাধিক শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদিন সন্ধ্যায় প্রথমেই ছিল অজয় দাস নির্দেশিত গোবরডাঙ্গা চিরন্তন নাট্যদলের শিশু-কিশোর দের নাটক “বিভেদ নাই”। তারপর সঞ্চিতা সেন এর নির্দেশনায় নৃত্যালোক এর নৃত্য। এদিনের দ্বিতীয় নাটক “স্বাধীনতা কাকে বলে”। অভি সেনগুপ্তের নির্দেশনা ও চমৎকার অভিনয়ে বেলঘরিয়া অঙ্গনের এই নাটক দর্শকদের মন কাড়ে। এরপর অনুষ্ঠিত হয় শুকদেব আইচ এর নির্দেশনায় নটরাজ নৃত্য গোষ্ঠীর নৃত্য। এদিনের শেষ নাটক ছিল ভাটপাড়া আরণ্যক থিয়েটার গ্রুপ এর নাটক “কুহক তন্ত্র”। নির্দেশনায় সঞ্জয় আচার্য্য। ইমন নাট্যমেলার তৃতীয় অর্থাৎ শেষ দিন ২৯মার্চ সকাল থেকে ছিল আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা। বিভিন্ন বিভাগে প্রায় দুশো শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। নাট্যমেলার শেষ সন্ধ্যায় প্রথমেই ছিল আইসকা মছলন্দপুরের স্বরাজ হাওলাদারের নির্দেশনায় ক্যারাটে প্রদর্শনী। তারপর যথাক্রমে অশোকনগর মনীষার নৃত্য, চন্দনা রায়ের নির্দেশনায় ছন্দাবলীর নৃত্য, অনন্যা চক্রবর্তীর নির্দেশনায় অনুশীলা কাব্যগীতির আবৃত্তি, কমল মণ্ডলের নির্দেশনায় শতকমল মাইম সেন্টারের মূকাভিনয় মঞ্চস্থ হয়। এরপর ছিল গোবরডাঙ্গা নাবিক নাট্যম এর নবতম প্রযোজনা জীবন অধিকারী নির্দেশিত নাটক “লাঠি”। এবছরের ইমন নাট্যমেলার শেষ প্রযোজনা ছিল মছলন্দপুর ইমন মাইম সেন্টার এর নিজস্ব বহু প্রশংসিত প্রযোজনা ধীরাজ হাওলাদার এর নির্দেশনায় গীতি-নৃত্যনাট্য “আলিবাবা”। “ইমন নাট্যমেলা-২০২৩” এর প্রতিটি দিন পদাতিক মঞ্চ পরিপূর্ণ করে দর্শকরা নাটক, মূকাভিনয় ও অন্যান্য অনুষ্ঠান গুলির প্রশংসা এবং মূল্যবান মতামত প্রকাশের মাধ্যমে নাট্যমেলাটিকে আরো সুন্দর করে তুলেছেন। “মছলন্দপুর ইমন মাইম সেন্টার”-এর কর্ণধার ধীরাজ হাওলাদার সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন-“ইমন নাট্যমেলায় প্রতিবছরের মতো এবারও এত বন্ধু, অভিভবক এবং সাংস্কৃতিক সংস্থাগুলির সহৃদয় অংশগ্রহণ ও সহযোগিতায় আমরা আপ্লুত”। সব মিলিয়ে মছলন্দপুর ইমন মাইম সেন্টার এর এই “ইমন নাট্যমেলা” মছলন্দপুরের সংস্কৃতিক ক্ষেত্রে একটি অন্যতম উল্লেখযোগ্য আয়োজন হিসাবে উঠে এসেছে একথা বলাই যায়।

Author