সুরে সুরে একশো
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিবেদিত ‘সুরে সুরে একশো’ অনুষ্ঠানের উদ্বোধণে উপস্হিত ছিলেন আন্দলিব ইলিয়াস, উষা উথুপ, সুফল পাকড়াশী, সৃঞ্জয় বোস এবং সংস্থার ডিরেক্টর রূপক সাহা।
গান এর জগৎ-এ পাকড়াশী এন্ড কোম্পানির ১০০ বছরের অবদানকে শ্রদ্ধা জানাতে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর এই অয়োজন। আনুষ্ঠানে যন্ত্র সঙ্গীত পরিবেশন করেন পন্ডিত অমিতাভ মজুমদার (সরোদ), পন্ডিত পার্থ বোস (সেতার), ইন্দ্রনীল মল্লিক (তবলা) ও সংঙ্গীত পরিবেশন করেন শ্রাবণী সেন, ইন্দ্রানী সেন এবং শ্রীকান্ত আচার্য I