রংমশাল ২০২৫: কলকাতার অন্যতম স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল।।

0
Spread the love

কলকাতা, জানুয়ারি ২০২৫–সিমলা এ বং পজিটিভ কালচারাল সোসাইটি থিয়েটার গ্রুপ গর্বের সঙ্গে ঘোষণা করছে যে তাদের বার্ষিক স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল “রংমশাল” এবছর ৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি (বুধবার থেকে রবিবার) পর্যন্ত উরকুহার্ট স্কোয়ারে (আজাদ হিন্দ বাগের পাশে, কলকাতা – ৭০০০০৬) অনুষ্ঠিত হবে।

২০১৭ সাল থেকে আয়োজিত এই উৎসবটি, পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী এবং আধুনিক শিল্পের মধ্যে সেতুবন্ধন স্থাপন করেছে। সরকারি আর্থিক সহায়তা ছাড়াই, সম্পূর্ণ ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে আয়োজিত এই উৎসবটি ইতিমধ্যেই কলকাতার অন্যতম প্রতীক্ষিত এবং জনপ্রিয় উৎসবে পরিণত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান:
উৎসবের উদ্বোধন করলেন জনপ্রিয় অভিনেত্রী বাসবদত্তা চ্যাটার্জি এবং দেবলীনা দত্ত। তাদের উপস্থিতি রংমশালের বিশেষ আকর্ষণ। এছাড়া বন্যা কর, সৌম্য ব্যানার্জি প্রমুখ ব্যক্তিত্ব উৎসব চলাকালীন বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করলেন।

উৎসবে প্রথমবারের মতো কর্মজীবী মহিলারা তাদের নিজস্ব হস্তশিল্প এবং পণ্য প্রদর্শন করার সুযোগ পাবেন।

আমাদের লক্ষ্য
রংমশালের মূল লক্ষ্য হল শহরের মানুষকে লোকশিল্প এবং আধুনিক শিল্পের সঙ্গে পরিচয় করানো এবং সংখ্যালঘু শিল্পমাধ্যমে কর্মরত শিল্পীদের উৎসাহিত করা।

আমরা আশা করি, রংমশাল ২০২৫ আগের চেয়ে আরও বেশি মানুষের হৃদয় ছুঁয়ে যাবে এবং বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্ব আরও বাড়াবে।

Author

Leave a Reply