স্বামীজির জন্মদিনে শোভাযাত্রা রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রমের উদ্যোগে
স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস পালিত হচ্ছে রাজ্যজুড়ে। এ উপলক্ষে আজ ১২ ই জানুয়ারি শ্রীমা সারদার ইচ্ছায় গড়ে ওঠা কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রমের উদ্যোগে এক শোভাযাত্রা বের করা হয়। হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে বলরাম বসু ঘাটের পাশ দিয়ে আশুতোষ মুখার্জী রোড হয়ে পুনরায় ভবানীপুরে রামকৃষ্ণ মঠে ফিরে আসে শোভাযাত্রা। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা স্বামী বিবেকানন্দের বাণী সম্বলিত পোস্টার ও কাটাউট নিয়ে শোভাযাত্রার পা মেলান। সম্মুখভাগে নেতৃত্ব দেন রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রমের অধ্যক্ষ স্বামী অমলাত্মানন্দ মহারাজ। তিনি বলেন, প্রতিবছর মহা সাড়ম্বরে হরিশ পার্কের সামনে থেকে এক বিরাট শোভাযাত্রা বের হয়। কিন্তু এবছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে যাতে সামাজিক দূরত্ব বজায় রাখা যায় তাই মাত্র শখানেক লোক নিয়ে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। স্বামী বিবেকানন্দ আদর্শ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য।