মূকাভিনয় ও সাংস্কৃতিক মেলবন্ধন অনুষ্ঠানের আয়োজনে “কলকাতা অনুভব’

রাজকুমার দাস

ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় বুধবার কলকাতার রোটারি সদনে কনফারেন্স হলে “এ জার্নি ইন্টো দ্য ভাইব্রান্ট ওয়ার্ল্ড অফ ললিতকলা” নামাঙ্কিত একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল”কলকাতা অনুভব”। উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন মীনাক্ষী চতুর্বেদী।

প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাংবাদিক নৌশাদ মল্লিক ওফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের ডিরেক্টর-অভিজিৎ সাঁতরা।
দুজনের বক্তব্য ছিল বেশ সুচারু ও সুস্পষ্ট।মূকাভিনয় কতটা মানুষের জীবন কে তার ছন্দের সাথে বাঁচিয়ে রাখতে পারে তা উদ্যোক্তাদের তরফে কৃষ্ণা দত্তর প্রচেষ্টায় বুঝিয়ে দেয়।আগামী দিনে নতুন আঙ্গিকে তিনি আরও নতুন কিছু উপহার দেবে সেই আশায় রইলাম।