“কনজিউমার আওয়ার্নেস কনক্লেভ” ও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড

Spread the love

এ ডি এস ডি প্রাইভেট লিমিটেড হল মিডিয়া, ট্রেনিং, ইকো লিভিং ইত্যাদির মত বৈচিত্র্যময় সেক্টরে একটি গতিশীল ক্রমবর্ধমান সংস্থা।
পাশাপশি ইকো লিভিং এর কাজও করছে।
ADSD উপভোক্তা বিষয়ক বিভাগের সহযোগিতায় আগামী ৮ ই সেপটেম্বর নিউটাউনের নোভোটেল হোটেলে একটি উপভোক্তা বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে । এ ডি এস ডি এর উদ্যোগে অনুষ্ঠানের নাম লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং “কনজিউমার আওয়ারনেস কনক্লেভ” ।


উপভোক্তা সচেতনতা বৃদ্ধিতে পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা বিষয়ক বিভাগ এই মেগা ইভেন্টের সাথে “এ ডি এস ডি” অ্যাসোসিয়েশন আয়জন করেছে উজ্জ্বল সন্ধ্যা “লিডারশিশ আচিভমেণ্ট আওয়ার্ড” এবং “কনজিউমার আওয়ার্নেস কনক্লেভ” এর আয়োজন জানালেন এডিএসডি র পক্ষে সংস্থার কর্ণধার দীপ মজুমদার ও শুভেচ্ছা ঘোষ। এদিন এই উপলক্ষে সাংবাদিক বৈঠকে কলকাতা প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন
অর্থনীতিবিদ শ্রীকুমার ব্যানার্জী, আয়োজক সংস্থার পক্ষে সহ অনিকা সেন, সুস্মিতা ভট্টাচার্য, সব্যসাচী জানা এবং দেবজিৎ সরকার।

Author